টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪পরগনা – কাঁকড়া ধরতে গিয়ে প্রাণ হারালেন মৎস্যজীবী । ঘটনাটি ঘটেছে রবিবার সকালে । জানা যাচ্ছে গভীর জঙ্গলে মৎস্যজীবীকে টেনে নিয়ে চলে যায় ওই বাঘ । ঘটনা বসিরহাট রেঞ্জ অফিসের ঝিলার জঙ্গলের । পরিবারের মুখে অন্ন তুলে দিতে মৎস্যজীবীদের ছুটতে হয় কাঁকড়া ধরতে। আর এই কাজ করতে গিয়ে বাঘের হামলায় প্রাণ গিয়েছে বহু মৎস্যজীবীর। এবার সেই তালিকায় জুড়ে গেল কুমিরমারী গ্রামের মৎস্যজীবী অরবিন্দ বিশ্বাসের নামও। জানা গিয়েছে, এদিন ভোর থাকতেই নৌকা চেপে ঝিলার তিন নম্বর জঙ্গলে গিয়েছিলেন কুমিরমারী বাসিন্দা অরবিন্দ বিশ্বাস। সঙ্গী ছিলেন আরও দুজন। সেখানে নৌকা থেকে নামতেই অরবিন্দের উপর ঝাঁপিয়ে পড়ে বাঘ। টেনে নিয়ে যায় গভীর জঙ্গলে। কোনওরকমে প্রাণ বাঁচিয়ে ফিরে আসেন সঙ্গী দুজন। বাঘের মুখ থেকে দেহ ছিনিয়ে আনার সাহস হয়নি তাঁদের। তবে ফিরে এসেই নিকটবর্তী রেঞ্জ অফিসে খবর দেন তাঁরা। রেঞ্জ অফিসের আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে। চলছে তল্লাশি। এখনও দেহ উদ্ধার করা সম্ভব হয়নি।