টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগনা – গান্ধী স্মরণে অর্জুন সিং ও রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে এক মঞ্চে উপস্থিত থাকলেন না জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি স্পষ্ট জানালেন দলের নেতাকে খুনের সঙ্গে যুক্ত অর্জুন। তাই খুনীর সঙ্গে মঞ্চ ভাগ করতে চান না বনমন্ত্রী । তাই তিনি মঞ্চে থাকেননি। মহাত্মা গান্ধীর স্মরণ দিবসে কার্যত এমনই ছবি দেখা গেল গান্ধীঘাটে । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ।
রবিবারের সকালে গান্ধীঘাটের অনুষ্ঠানে দেখা যায়, রাজ্যপালের পাশে অর্জুন সিং উপস্থিত থাকলেও মঞ্চে নেই বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বরং তিনি অনুষ্ঠানে উপস্থিত থেকেও মঞ্চ ছেড়ে পেছনের আসনে বসেন এদিন।কেন এভাবে পেছনে বসলেন জ্যোতিপ্রিয়? তাঁর সাফ যুক্তি, রাজ্যপাল তাঁর পাশে একজন ‘খুনীকে’ এনে বসিয়েছেন। কোনও খুনীর সঙ্গে তিনি মঞ্চ ভাগ করতে পারবেন না। তবে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরেছেন বনমন্ত্রী।বস্তুত,ইছাপুরে তৃণমূল নেতা গোপাল মজুমদার খুনের ঘটনায় বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । এই বিজয় অর্জুন সিং-য়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত । যদিও অর্জুন সিং এর দাবি রাইফেল ফ্যাক্টরির দেনাপাওনা নিয়ে নিজেদের মধ্যে ঝামেলা হয়েছিল, সেখান থেকেই গোপাল মজুমদার খুন হয়েছেন। । বিজয় মুখোপাধ্যায় নামে যে বিজেপি কর্মীকে আটক করা হয়েছে সেই বিজয় কয়েকদিন আগেই তৃণমূলের সন্ত্রাসের শিকার হন বলে অভিযোগ অর্জুনের ।