রূপম রায়, নদিয়া, টাইমস বাংলা ডেস্ক – দিনের আলোয় তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য নদীয়ার শান্তিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর এলাকায়। খবর পেয়ে বোম্ব স্কোয়ার্ড এবং শান্তিপুর পুলিশের তত্ত্বাবধানে বোমাগুলো উদ্ধার করা হয়। জানা যায়, শান্তিপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গোপালপুর দরগাতলা সংলগ্ন রাস্তার পাশে স্থানীয় বাসিন্দারা ওই বোমা গুলি দেখতে পায়। এর পরেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে বোমাগুলো উদ্ধার করে নিয়ে আসে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যেহেতু গোপালপুর এলাকার ঘনবসতিপূর্ণ, বড়সড় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ছিল। স্বাভাবিকভাবেই বোমাগুলো উদ্ধার হওয়ার পর আতঙ্কে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। তারা চাইছেন কি উদ্দেশ্যে এই বোমা-গুলি মজুত রাখা ছিল? এর পিছনে কারা রয়েছে তা তদন্ত করে পুলিশ দোষীদের চিহ্নিত করুক। যদিও বোমা-গুলি উদ্ধারের পর তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।