টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – চলছে থার্ড লাইনে নন-ইন্টারলকিংয়ের কাজ । যার জেরে আগামী ছ’দিন হাওড়া-খড়্গপুর-ভুবনেশ্বর শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল ।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী,১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে শালিমার এবং পুরীর মধ্যে চলাচলকারী আপ এবং ডাউন ধৌলি এক্সপ্রেস৷
একই ভাবে ১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে হাওড়া এবং ভুবনেশ্বরের মধ্যে যাতায়াতকারী আপ এবং ডাউন জনশতাব্দী এক্সপ্রেস৷
১, ২ এবং ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে হাওড়া থেকে সেকেন্দ্রাবাদগামী ফলকনুমা এক্সপ্রেস৷ আবার, ৩১ জানুয়ারি, ১ ও ৩ সেকেন্দ্রাবাদ থেকে হাওড়াগামী ফলকনুমা এক্সপ্রেস বাতিল থাকবে৷
১ থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে শালিমার থেকে হায়দ্রাবাদগামী ইস্ট কোস্ট এক্সপ্রেস৷ ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি উল্টোপথে ট্রেনটি বাতিল থাকবে৷
শালিমার বিশাখাপত্তনম এক্সপ্রেস ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ বিশাখাপত্তনম থেকে শালিমারগামী ট্রেনটি ২ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷
৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে না হাওড়া ভঞ্জপুর ইন্টারসিটি এক্সপ্রেস৷ ফিরতি পথে ১ থেকে ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে ট্রেনটি৷
শালিমার- পুরী এক্সপ্রেস ৩১ জানুয়ারি, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ পুরী থেকে শালিমারগামী ট্রেনটি ফিরতি পথে ১ এবং ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷
হাওড়া থেকে যশবন্তপুরগামী দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি ১ এবং ৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ যশবন্তপুর থেকে ফিরতি পথে ৩১ জানুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস বাতিল থাকবে৷
বিশাখাপত্তনম- দিঘা এক্সপ্রেস ৩ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷ দিঘা বিশাখাপত্তনম এক্সপ্রেস ৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷
পুরুলিয়া ভিল্লুপুরম দ্বিসাপ্তাহিক ট্রেনটি ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে৷ ভিল্লুপুরম থেকে পুরুলিয়াগামী ট্রেনটি ২ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে৷
শালিমার ভঞ্জপুর স্পেশ্যাল ট্রেনটি ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে, ফিরতি পথে ৫ ফেব্রুয়ারি ট্রেনটি বাতিল করা হয়েছে৷
ভঞ্জপুর- পুরী সাপ্তাহাকি স্পেশ্যাল ট্রেনটি ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে, পুরী থেকে ফিরতি পথে ৪ ফেব্রুয়ারি বাতিল করা হয়েছে ট্রেনটি৷