টাইমস বাংলা ডেস্ক – সবেমাত্র কেটেছে ওমিক্রন এর আতঙ্ক । এরই মধ্যে আবার মাথাচাড়া দিয়ে উঠল করোনার নয়া স্ট্রেন ‘নিওকভ’ । যা নাকি করোনার আগেকার সমস্ত স্ট্রেন থেকে যথেষ্ট ভয়ানক,এমনটাই দাবি জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা । যদিও এখনও স্পষ্ট কোনও উত্তর দিতে পারছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নিওকভ নামের এই নয়া স্ট্রেনের অস্তিত্ব নিয়ে মুখ খুললেও WHO এখনও এনিয়ে কোনও গাইডলাইন দিতে পারেনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছেন,”নিওকভ নামের এই স্ট্রেনটি মানুষের জন্য কতটা বিপজ্জনক তা বুঝতে হলে এই ভাইরাসটি নিয়ে আরও তথ্য সংগ্রহ করা প্রয়োজন।” তবে, এরপরই উদ্বেগ বাড়িয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইঙ্গিত দিয়েছে আগামী দিনে করোনার এই নয়া স্ট্রেন মানুষের মধ্যে সংক্রমণ ছড়ালে তাতে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, মানুষের শরীরে আসা ৭৫ শতাংশ সংক্রামক রোগই আসে কোনও না কোনও পশু থেকে। করোনাভাইরাসও বিভিন্ন প্রাণির শরীরে দেখা যায় জানাচ্ছেন বিশেষজ্ঞরা ।
এক শ্রেণী দাবি করছে নিওকভ নতুন ভাইরাস নয়। এটা মিডল-ইস্ট রেসপিরেটারি সিনড্রোম বা MERS-CoV ভাইরাসের সঙ্গে যুক্ত। ২০১২ থেকে ২০১৫ সালের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে এই ভাইরাসের সংক্রমণ চোখে পড়ত। এই ভাইরাসটি সাধারণত মানুষের শরীরে সংক্রমণ ঘটায় না। মূলত, পশুপাখির শরীরেই এর সংক্রমণ দেখা যেত। প্রথমে এই ভাইরাসটি বাদুড়ের শরীরে সংক্রমণ ঘটায়। তবে বর্তমানে তা মানুষের শরীরে দেখা যাচ্ছে বলেও বিশেষজ্ঞদের মত ।