টাইমস বাংলা ডেস্ক, নদিয়া- রাতে চলন্ত ট্রেনে মহিলার শ্লীলতাহানি ও চলন্ত ট্রেন থেকে তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল নদিয়ায়। গুরুতর আহত ওই তরুণীকে শুক্রবার রাতে কল্যাণীর জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্ত তরুণীর পরিবারের সদস্যদের তৎপরতায় ধরা পড়েছে এক অভিযুক্ত। অক্রান্ত তরুণীর স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাত ৯.১০ মিনিটের বনগাঁ লোকালে রানাঘাট থেকে নবরায় নগরে বাড়িতে ফিরছিলেন তরুণী। শীতের রাতে কামরায় তরুণী ছাড়া ছিলেন ২ যুবক। তাঁরা তরুণীকে একা পেয়ে শ্লীলতাহানি করেন। সেই ঘটনা ফোন করে পরিবারের সদস্যদের জানান তরুণী। খবর পেয়ে সঙ্গে সঙ্গে স্টেশনে ছোটেন পরিবারের সদস্যরা। তখন স্টেশনে পৌঁছয়নি ট্রেন। ওদিকে বেগতিক বুঝে ট্রেন স্টেশনে ঢোকার কিছু আগে তরুণীকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিযুক্তরা। ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ালে পালানোর চেষ্টা করে তারা। ২ অভিযুক্তের মধ্যে ১ জন পালাতে পারলেও অন্যজনকে ধরে ফেলেন আক্রান্ত তরুণীর পরিবারের সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদ করে গভীর রাতে তরুণীকে রেল লাইনের পাশে এক ঝোপ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। এর পর তাঁকে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখান থেকে তাঁকে কল্যাণীতে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ফের রাতের ট্রেনে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। সপ্তাহখানেক আগে দমদমের কাছে চলন্ত ট্রেনে এক মহিলা শ্লীলতাহানির শিকার হন। সেই ঘটনার ফেসবুক লাইভ করেন তিনি। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম তৎপর হলে পরদিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।