টাইমস বাংলা ডেস্ক – স্কার্টের পরিবর্তে এবার মিনি মাউস পরবেন প্যান্টস্যুট । প্রায় এক শতাব্দী ধরে আইকনিক লাল পোলকা ডট পোশাক পরার পর, বিশ্বের সবচেয়ে প্রিয় অ্যানিমেটেড চরিত্র মিনি মাউস একটি ওয়ারড্রোব রিভ্যাম্প পেয়েছে। ওয়াল্ট ডিজনি চরিত্র এবং ডিজনি মাসকট মিকি মাউসের বান্ধবীকে স্টেলা ম্যাককার্টনি দিলেন নতুন পোশাক । এবার প্যান্টস্যুট পরবেন মিনি । ডিজনিল্যান্ড প্যারিস থিম পার্কের ৩০ তম বার্ষিকীতে এই প্যান্টস্যুটটি পরবেন মিনি, যা আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে উদযাপিত হবে। অ্যানিমেটেড চরিত্রটি একটি গাঢ় নীল প্যান্টসুট পরতে চলেছেন, যা তাঁর আইকনিক লাল পোশাকের জায়গা নেবে। নতুন পোশাক হিসেবে থাকছে একটি নীল হ্যাকেট, একটি নীল ট্রাউজার্স এবং এদের সঙ্গে মিনিকে একটি বো টাইও পরতে দেখা যাবে। যদিও, আইকনিক পোল্কা ডট থেকেই যাচ্ছে এক্ষেত্রেও।
সূত্রের খবর,এমন একটি আইকনিক কার্টুন চরিত্রের জন্য পোশাক করতে পেরে আপ্লুত ডিজাইনার। মিনি মাউসকে নীল রংয়ের প্যান্ট-স্যুটে সাজিয়েছেন স্টেলা। তাতে রয়েছে কালো ডট। মাথায় নীল রঙের বো-ও দেওয়া হয়েছে। উন্নত পরিবর্তনশীল চিন্তাধারাকে মাথায় রেখেই মিনি মাউসকে এভাবে সাজানো হয়েছে। এর মাধ্যমে আসন্ন ‘উইমেন’স হিস্ট্রি মান্থ’ সেলিব্রেট করতে চেয়েছেন তিনি। নারীত্বের এই মাসকে উদযাপন করার এর থেকে ভাল আর কোনও উপায় হতে পারত না বলেই মত প্রখ্যাত ডিজাইনারের।