টাইমস বাংলা ডেস্ক, বর্ধমান – ভোররাতে হঠাৎ কোভিড ওয়ার্ডে আগুন । দাউদাউ করে আগুন জ্বলতে থাকলেও হাসপাতালের কোনও কর্মী প্রথমে তা বুঝতে পারেনি বলেই সূত্র মারফত জানা গিয়েছে। রোগীদের চিৎকার চেঁচামেচিতেই টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের। তবে ততক্ষণে আগুনে ঝলসে যান এক করোনা রোগী। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয়। অন্যান্য রোগীদের ওই ওয়ার্ড থেকে সরিয়ে দেওয়া হয়। মাত্র কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রাধারানি ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে করোনা রোগীদের চিকিৎসা হয়। সেখানে বর্তমানে ২০-২৫ জন রোগী রয়েছেন। হাসপাতালে উপস্থিত অন্যান্য রোগীর আত্মীয়দের দাবি, শনিবার ভোর সাড়ে চারটে ওই কোভিড ওয়ার্ডটিতে আগুন লেগে যায়। যার জেরে মৃত্যু হয় এক করোনা রোগীর । সন্ধ্যা মণ্ডল নামে বছর ষাটের ওই করোনা রোগী গলসির বরমুড়িয়া গ্রামের বাসিন্দা। কীভাবে আগুন লাগল, তা নিয়ে তৈরি হয়েছে মতবিরোধ। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, মশা মরার ধূপ থেকে আগুন লাগে। তবে প্রশ্ন উঠছে, করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন কোনও রোগীর সঙ্গে তাঁর আত্মীয় পরিজনকে দেখা করতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে ওই মহিলা কীভাবে মশা মরার ধূপ পেলে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্যান্য রোগীর আত্মীয়রা।
এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য ৫ সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।