কল্যাণ মণ্ডল, পশ্চিম মেদিনীপুর,টাইমস বাংলা ডেস্ক, পশ্চিম মেদিনীপুর – ট্রাক্টরের যন্ত্রাংশ চুরির অভিযোগে নাবালকদের ওপর নৃশংস নির্যাতন চালালেন এক ব্যক্তি। ঘটনা পশ্চিম মেদিনীপুরের গড়বেতার জবা গ্রামের। অভিযুক্ত রবিয়াল খানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যায়, ৪ নাবালককে হাত পা বেঁধে মাটিতে ফেলে বেধড়ক পেটাচ্ছেন এক ব্যক্তি। তাঁকে সাহায্য করছেন এক মহিলা। কিছু উৎসাহী যুবক তার ভিডিয়োগ্রাফি করছেন। ঘটনার তদন্তে নেমে জানা যায়, যে ব্যক্তিকে মারধর করতে দেখা যাচ্ছে তার নাম রবিয়াল খান। তাঁর অভিযোগ, তাঁর ট্রাক্টরের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ওই চার নাবালক। তাই তাদের শিক্ষা দিতে হাত পা বেঁধে পিটিয়েছেন তিনি।
এই নিয়ে শোলগোল শুরু হলে রবিয়ালকে গ্রেফতার করে গড়বেতা থানার পুলিশ। আহত কিশোরদের গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই বিষয় নিয়ে গড়বেতা ১ নম্বর ব্লকের বিডিয়ো শেখ ওয়াসিম রেজা বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশকে জানিয়েছি। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে। আহত ওই চার নাবালকের গড়বেতা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা চলছে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে উঠেছে নিন্দার ঝড়।