বিশ্বজিৎ রায়, হাওড়া, টাইমস বাংলা ডেস্ক – সদ্যোজাতের দেহ খুবলে খাচ্ছে কুকুরের দল! মালদহ মেডিক্যাল কলেজের পর এমনই হাড় হিম করা এবং নজিরবিহীন ঘটনা ঘটল হাওড়ার উলুবেড়িয়ার বীরশিবপুরের দত্তপুকুরে। কুকুরের দল সদ্যোজাতকে এমনভাবে খুবলে খেয়েছে যে বোঝার উপায় নেই সদ্যোজাত ছেলে না মেয়ে। তবে বৃহস্পতিবার এরকম দৃশ্য দেখে শিউরে উঠেছেন স্থানীয়রা। স্থানীয়রা জানাচ্ছেন, দত্তপুকুরের মেদিনীপুর খালে তারা একটি সদ্যোজাতের দেহ পড়ে থাকতে দেখেন। যে সময় তারা ওই দেহ পড়ে থাকতে দেখেন সেই সময় কয়েকটি কুকুর খুবলে খাচ্ছিল সদ্যোজাতের দেহ। স্থানীয়রা নিজেরাই উদ্যোগ নিয়ে কুকুরের দলকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরে পুলিশে খবর দেওয়া হলে সদ্যোজাতের দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। তবে কে বা কারা সদ্যোজাতকে সেখানে ফেলে দিয়েছে তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। এ ঘটনায় বিভিন্ন তত্ত্ব উঠে আসছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন এই এলাকাটি নির্জন থাকে তাই রাতের অন্ধকারে কেউ বা কারা সদ্যোজাতের দেহ ফেলে দিয়ে যেতে পারে। আবার সেখানে খাল থাকায় জলে সদ্যোজাতের দেহ ভেসে আসতে পারে বলেও মনে করছেন অনেকে। তবে এই ঘটনায় কারা জড়িত রয়েছে তা জানার জন্য এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।