টাইমস বাংলা ডেস্ক, দক্ষিণ ২৪ পরগনা – কানে ইয়ারফোন লাগিয়ে রেল লাইনে বসে গেম খেলতে খেলতে প্রাণ গেল ২ বন্ধুর। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের। শুক্রবার সকালে রেল লাইন থেকে ২ জনের ছিন্নভিন্ন দেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কানে ইয়ারফোন লাগানো থাকায় ট্রেনের আওয়াজ শুনতে পায়নি তারা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতরা সৌরভ মারিক ও রেজাউল শেখ। সৌরভ স্নাকতে তৃতীয় বর্ষের ছাত্র। রেজাউল একটি বেসরকারি সংস্থায় কাজ করে। শুক্রবার সকালে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরোয় ২ জন। এর পর দীর্ঘক্ষণ খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদের। পরিবারের সদস্যরা খুঁজতে বেরিয়ে জানতে পারেন জয়নগর স্টেশনের কাছে রেল লাইনের ওপর পড়ে রয়েছে ২ জনের দেহ। খবর পেয়ে দেহ উদ্ধার করতে আসে বারুইপুর জিআরপি। প্রাথমিক তদন্তে অনুমান, কানে ইয়ারফোন লাগিয়ে মোবাইল ফোনে গেম খেলছিলেন ২ বন্ধু। তখনই ডাউন লাইনের কোনও ট্রেন তাদের ধাক্কা দেয়। কানে ইয়ারফোন থাকায় ট্রেনের আওয়াজ শুনতে পাননি তাঁরা।
রেল লাইনে বসে গেম খেলার সময় গত কয়েকবছরে বেশ কয়েকজন যুবকের প্রাণ গিয়েছে। রেলের তরফে সচেতনতামূলক প্রচার চালিয়েও তেমন কাজ হয়নি।