টাইমস বাংলা ডেস্ক, বাঁকুড়া – বাঁকুড়া থেকে সন্দেহভাজন দুই মাওবাদীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে মাও সম্পর্কিত নথি ও পেন ড্রাইভও পাওয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ২ জনের নাম মঙ্গল হাঁসদা ও শিবু মুর্মু। বৃহস্পতিবার রাতে তাঁদের বাঁকুড়ার বারিকুল থানার মেলেড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। যেহেতু তাঁদের কাছ থেকে মাও সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছে, তাই পুলিশের অনুমান তাঁরা মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত। সেজন্য পুলিশ চাইছে তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে। ওই ২ জন আদৌ মাওবাদী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কিনা, পুলিশ তা খতিয়ে দেখছে। সম্প্রতি জঙ্গলমহল এলাকা থেকে প্রচুর মাওবাদী পোস্টার উদ্ধার করা হয়। গত সাধারণতন্ত্র দিবস উপলক্ষে এই জঙ্গলমহল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। বিভিন্ন জায়গা ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। গত ডিসেম্বর মাসে বাগডুবি এলাকায় একটি টিফিন বক্স পড়ে থাকাকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পরে কিছুই মেলেনি। জঙ্গলমহল এলাকায় মাওবাদীদের উপদ্রব এখন আর আগের মতো নেই। গত কয়েক বছরে এই জঙ্গলমহল এলাকায় কোনও নাশকতার ঘটনা ঘটেনি। তবে এই ঘটনাকে মোটেও হালকাভাবে নিচ্ছে না রাজ্য পুলিশ।