টাইমস বাংলা ডেস্ক – ফিট হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন ওয়ান-ডে এবং টি-20 সিরিজে নেতৃত্ব দিতে যে রোহিত শর্মা প্রস্তুত, সে কথা জানা গিয়েছিল বুধবার সকালেই। সন্ধেয় নির্বাচকমণ্ডলী বৈঠকে বসেছিল ক্যারিবিয়ান সিরিজের স্কোয়াড বেছে নিতে ৷ দু’টি ফর্ম্যাটের জন্য ১৮ সদস্যের দু’টি ভিন্ন স্কোয়াড বেছে নিল তারা ।
স্কোয়াডে রয়েছে বেশ কিছু চমক ৷ তবে চোট সারিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে রোহিতের প্রত্যাবর্তন এবং পূর্ণসময়ের অধিনায়ক হিসেবে ভারতকে যে প্রথমবার নেতৃত্ব দিতে চলেছেন সেটাই সবচেয়ে চর্চার বিষয় ৷ আর টিম ইন্ডিয়ার জার্সিতে রোহিতের নেতৃত্বে প্রথমবার খেলবেন বিরাট ৷ বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরা ও মহম্মদ শামিকে ৷
দলে ফেরানো হয়েছে কুলদীপ যাদবকে। ফলে কুল-চা জুটি দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। ভারতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন রবি বিষ্ণোই। তরুণ এই লেগস্পিনারকে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ সিরিজের দলে রাখা হয়েছে। হাঁটুতে অস্ত্রোপচারের পর এই প্রথম অভিজ্ঞ রিস্ট স্পিনার কুলদীপ যাদব জাতীয় দলে কামব্যাক করলেন। রবিচন্দ্রন অশ্বিন সাদা বলের ক্রিকেট দলে নেই, তাঁর চোট রয়েছে বলে জানা যাচ্ছে। দলে ফিরেছেন ওয়াশিংটন সুন্দর, আবেশ খান। একদিনের দলে রাখা হয়েছে রাজস্থানের অধিনায়ক দীপক হুডাকে, এই প্রথম তিনি জাতীয় দলে ডাক পেলেন। একদিনের দলে রাখা হয়নি ভেঙ্কটেশ আইয়ারকে।
আমেদাবাদে কয়েকদিনের শিবির হতে পারে ফেব্রুয়ারির প্রথম থেকে। ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি তিনটি একদিনের আন্তর্জাতিক খেলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল কলকাতায় আসবে। ইডেনে তিনটি টি ২০ আন্তর্জাতিক ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি।
বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামিকে। লোকেশ রাহুল দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক থেকে বাকি ম্যাচগুলি খেলবেন। রবীন্দ্র জাদেজার হাঁটু অপারেশনের পর তাঁর যে সেরে ওঠার প্রক্রিয়া চলছে তা শেষ পর্যায়ে। তবে তিনিও ক্যারিবিয়ানদের বিরুদ্ধে সিরিজে নেই। বোর্ডসূত্রে খবর, আমেদাবাদের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া আইপিএলের আগে ভারতীয় দলের হয় মাঠে নামতে পারবেন না বলে জানিয়েছেন।