রূপম রায়, নদিয়া, টাইমস বাংলা ডেস্ক – পারিবারিক অশান্তির জের, এক যুবকের ওপর অ্যাসিড হামলা চালানোর অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় বাবলু সাহা নামের ওই যুবক বর্তমানে রানাঘাট হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, নদিয়ার রানাঘাট থানার নাসরা সবুজপল্লী এলাকার বাসিন্দা বাবলু সাহা নামে ওই যুবকের ৮ বছর আগে বিয়ে হয় উত্তর ২৪ পরগনার কাকিনাড়ার বাসিন্দা মমতা সাহা নামে এক যুবতীর সাথে। অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল স্বামী স্ত্রীর মধ্যে। ক্রমশ পরিস্থিতি এতটাই জটিল হয় যে, স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন ওই যুবক। অভিযোগ, এর পরই বুধবার রাতে কাজ শেষে বাড়ি ফেরার সময় ওই যুবকের ওপর অ্যাসিড নিয়ে হামলা চালায় তার স্ত্রী, শ্যালক,শ্বশুর ও শ্বশুর বাড়ির অন্যান্যরা। পরে ওই যুবকের চিৎকারে স্থানীয় মানুষজন ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে রানাঘাট হাসপাতালে ভর্তি করে। ঘটনায় রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।