টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের বিধায়কদের বিদ্রোহ প্রকাশ্যে আসতেই বহুবার ঠাকুরবাড়িতে বৈঠক করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেই বৈঠকে যোগ দিয়েছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। তবে হরিণঘাটার বিধায়ক স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি বিক্ষুব্ধদের দলে নন। কিছুদিন আগেই ঠাকুরবাড়িতে তিন ঘণ্টা ধরে বৈঠক চলে বিজেপির বিদ্রোহী বিধায়কদের। বৈঠক শেষে অসীম সরকার নিজেকে ‘বিক্ষুব্ধদের দলে নন’ বলেই জানান। হরিণঘাটার বিধায়ক অসীম সরকার বলেন, ‘বেসুরো বিধায়কদের সঙ্গে আমি কোনও মতেই নেই। আমি সিএএ’র পক্ষে। সিএএ লাগু করা নিয়ে যতবারই বৈঠক হবে ততবারই আমি বৈঠকে যোগ দেব।’ তাঁর আরও সংযোজন, ‘ঠাকুরমশাই বৈঠকে ছিলেন এবং তিনি আবারও থাকবেন । সিএএ লাগু করা নিয়ে যখন যে বা যারা বৈঠকে ডাকবে আমি যাব। কেননা এটা নিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি।’ প্রসঙ্গত, সোমবার বৈঠকে যোগ দিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় নেতা বিএল সন্তোষ। বৈঠকে তিনি বিক্ষুব্ধ নেতাদের বোঝানোর চেষ্টা করেন। বৈঠকে অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মুখপাত্র করা হয়েছে হরিণঘাটার বিধায়ক অসীম সরকারকে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ এই পদ নিয়ে কি করব। আমি একজন বিধায়ক হিসেবে থাকতে চাই। সি এএ লাঘুর জন্য যে বা যারা ডাকুক তাদের সঙ্গে যাব। আমরা শুধু সি এএ চাই। এই বিষয়ে আমরা সকলেই একমত ।’ এছাড়াও সামনেই রয়েছে পুরভোট। সে প্রসঙ্গে হরিণঘাটা পৌরসভার ভোটের জন্য ব্লুপ্রিন্ট নির্ধারণ করা হয়েছে বলে তিনি জানান।