সঞ্জয় কাপড়ি, পূর্ব মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – রেড রোডে সাধারণতন্ত্র দিবসে ডাকা হয়নি তাঁকে। বুধবার এই দাবি করে সুর চড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্য সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ না পেয়ে নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে সাধারণতন্ত্র দিবস পালন করেন তিনি। সেখানেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি।
এদিন তিনি ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছে হেরেছেন। সেই যন্ত্রণা থেকে তিনি আমাকে রেড রোডে অনুষ্ঠানে ডাকেননি। তাঁর নির্দেশেই এটা করা হয়েছে। ক্যানসারেরও কেমো বেরিয়েছে। কিন্তু, হিংসার কোনও ওষুধ বেরোয়নি। স্বাধীনতার পর এই প্রথম হল। সারাজীবন লেখা থাকবে—হেরেছি, হেরেছি, হেরেছি।’
এদিন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে ১০টি মন্দিরে সিসিটিভি–সহ মাইক দেন। স্থানীয় ক্লাবের সদস্যদের ২০টি খোল প্রদান করেন। আগামী ছয় মাসের মধ্যে নন্দীগ্রামের ১৭টি অঞ্চলের সমস্ত মন্দিরে সিসিটিভিতে মুড়ে দেবেন বলেও প্রতিশ্রুতি দেন বিধায়ক। তারপরই রাজ্য সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বহু জায়গায় শিলান্যাস হয়, তারপর শ্যাওলা পড়ে থাকে। আমি শিলান্যাসে বিশ্বাস করি না, উদ্বোধন করছি। আমার ক্ষমতার মধ্যে যেটা পারি, সেটাই বলি ও করি। দেশকে শক্তিশালী করলে আমরা সবাই ভাল থাকব। সবার আগে দেশ। আমি এই জন্যই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছি। যে দল দেশকে আগে রাখে আমি সেটাতেই গিয়েছি।’