টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – ” তৃণমূল দলে সবাই প্রার্থী, পুরসভা নির্বাচনে কাজ করার জন্য তৃণমূল যুব কংগ্রেসের প্রতিটা সদস্য প্রস্তুত রয়েছে। ” ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে নদিয়ার কল্যাণীর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ হালদার এ কথা জানান। এদিন কল্যাণীর ৫ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন দেবাশীষবাবু। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন করলেন ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের কর্মী – সমর্থকরা।
এদিন দেবাশীষ বাবু বলেন, ” বিরোধীদের কাজ কাদা ছোঁড়াছুড়ি করা। আমাদের কাজ উন্নয়ন করা। এছাড়া বিরোধীরা হিংসার রাজনীতি করে, তৃণমূল কংগ্রেস হিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমাদের কর্মীরা প্রতিটা বাড়ি বাড়ি যাচ্ছে। তাঁদের সমস্যার কথা শুনছে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে ছিল, মানুষের পাশে থাকবে।”
এদিন ৫ নম্বর ওয়ার্ডে উপস্থিত ছিলেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায়। তিনি বলেন, ” কেন্দ্রে যাঁরা রয়েছেন তাঁরা বারংবার সংবিধানকে পদলেহন করার চেষ্টা করছে, তাদেরকে ধিক্কার জানাই।”
এরপর রাজীব ভবনে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালন হয়। এদিন রাজীব ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায়। তারপর দলীয় পতাকা উত্তোলন করেন কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ হালদার। পতাকা উত্তোলনের পর শহীদ বেদিতে একে একে মাল্যদান করেন তৃণমূলের কর্মী -সমর্থকরা।