টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – ৭৩ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে কল্যাণীর কলেজ অফ মেডিসিন এবং জে এন এম হাসপাতাল ছাত্র সংগঠনের উদ্যোগে চালু হল বিনামূল্যে করোনা সেবাকেন্দ্র। “কোভিড ক্লিনিক” নামে এই সেবাকেন্দ্রটি খোলা হয় হাসপাতাল চত্বরে। বিনামূল্যে এই সেবাকেন্দ্রে কম প্রভাব কোভিড আক্রান্তদের চিকিৎসা করা হবে বলে জানা যায়।
এই প্রসঙ্গে হাসপাতালের ডাক্তার সুতীর্থ দাশগুপ্ত বলেন, ” কম প্রভাব রয়েছে এমন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য এই ‘কোভিড ক্লিনিক’ খোলা হয়েছে। যেখানে বিনামূল্যে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে এবং ওষুধ দেওয়া হবে। এছাড়া কোভিডে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন যাঁরা তাঁরাও এখানে চিকিৎসা করাতে পারবেন।”
প্রজাতন্ত্র দিবসের দিন হাসপাতালের নেহেরুর মূর্তির পাশে ” কোভিড ক্লিনিক”-এর ক্যাম্প করে কম প্রভাব করোনা আক্রান্তদের চিকিৎসা করা হয় এবং ওষুধ দেওয়া হয়। এ প্রসঙ্গে কলেজ অফ মেডিসিন অ্যান্ড জে.এন.এম হাসপাতালের ছাত্র সংগঠনের সভাপতি সালমান হালদার বলেন, ” করোনা মহামারীতে অনেকেই হাসপাতালে এসে চিকিৎসা করাতে ভয় পান। এমনকি যাঁরা কম প্রভাব করোনায় আক্রান্ত হয়েছেন, তাঁরা টেলি মেডিসিনে সন্তুষ্ট নন। তাঁদের জন্য এই করোনা সেবাকেন্দ্র খোলা হয়েছে। হাসপাতালের সুপার ডাঃ অভিজিৎ মুখোপাধ্যায় এবং সিনিয়র চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাঁদের সহযোগিতায় এই “কোভিড ক্লিনিক” খোলা হয়েছে। প্রতি মঙ্গলবার ১০টা থেকে এই ক্লিনিক শুরু হবে।”
কলেজ অফ মেডিসিন এবং জে এন এম হাসপাতাল ছাত্র সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।