দেবাশীষ পাল,মালদা, টাইমস বাংলা ডেস্ক – মঙ্গলবার বড়োসড়ো সাফল্য পুলিশের। পাচারের সময় আগ্নেয়াস্ত্রসহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মালদার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে মালদার হরিশ্চন্দ্রপুর থানার চাঁদপূর এলাকায় পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। অস্ত্র কারবারিরা সে সময় অস্ত্র পাচারের উদ্দেশ্যে জড়ো হয়েছিল। ঠিক সেই সময় পুলিশের খপ্পরে পড়ে দুই দুষ্কৃতী। উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৭ টি কার্তুজ।
এ বিষয়ে চাঁচোল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মন্ডল বলেন,ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। একজনের নামে আগে থেকেই অভিযোগ রয়েছে। বিহার সীমান্ত এলাকায় তারা অস্ত্র পাচারের উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। উল্লেখ্য,কয়েকদিন আগে হরিশ্চন্দ্রপুরে অস্ত্র দেখিয়ে মদের দোকানে লুঠ করা হয়। ওই ঘটনায় ধৃতদের যোগযাজশ রয়েছে কিনা পুরোপুরি ভাবে তা খতিয়ে দেখা হচ্ছে।