টাইমস বাংলা ডেস্ক -চোখ বন্ধ করলেই সেখানে ভিড় করে হাজারো স্বপ্ন । কখন আমরা আমাদের স্বপ্নের মাধ্যমে কোথাও ঘুরতে চলে যাই তো কখন বা ফিরে যাই অতীতে । অতীতের বিভিন্ন আনন্দময় ঘটনায় ফিরে গেলে ঘুম ভাঙতেই আমরা বেশ আনন্দিত হয়ে ওঠে । তবে কখনো ভেবেছেন কি যদি স্বপ্নের মধ্যে আপনি আপনার প্রাক্তন কে দেখতে পান ? ঠিক তখন কেমন লাগে ? মনের মধ্যে ভিড় করে হাজারো প্রশ্ন । তবে কী এখনও মনের মধ্যে জায়গা করে রয়েছে প্রাক্তন ? রয়ে গেছে তার প্রতি অনুভূতি গুলো ? কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন এমনটা কিন্তু নাও হতে পারে । বিশেষজ্ঞদের মতে, হয়তো ব্রেকআপের সময় নিজের বিরক্ত, ক্ষোভ বা অভিমানের কথাগুলি ঠিক করে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে বলে উঠতে পারেননি। সেই আফশোস রয়ে গিয়েছে। তার জেরেই প্রাক্তনকে স্বপ্নে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় কারণ হিসেবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন ,হয়তো আগের সম্পর্কের ভুলগুলি আর নতুন সম্পর্কের ক্ষেত্রে করতে চাইছেন না। নতুন ভালবাসাকে নিজের মতো করে সাজিয়ে নিতে চাইছেন। সেই তাগিদেই অতীতের সঙ্গে বারবার বর্তমানকে তুলনা করে ফেলছেন। ব্রেকআপের পর নতুন সম্পর্কে জড়িয়ে পড়লেও অনেকের অতীত নিয়ে আক্ষেপ থেকে যায়। একা থাকলে ফেলে আসা জীবনের কথা বেশি করে মনে পড়ে। এই একাকীত্বের কারণেই স্বপ্নে প্রাক্তনকে দেখতে পারেন। তবে কারণ যাই হোক না কেন প্রাক্তনকে ঘন ঘন স্বপ্নে দেখতে থাকলে, বিশেষজ্ঞের পরামর্শ নিন। চাইলে এমন কারও সঙ্গে বিষয়টি আলোচনা করতে পারেন, যিনি আপনাকে চেনেন বা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উচিত পরামর্শ দেবেন ।