টাইমস বাংলা ডেস্ক, দিল্লি – রাত পোহালেই প্রজাতন্ত্র দিবস। ২০২২ সালে ৭৩ তম প্রজাতন্ত্র দিবস পালনের উদ্দেশে দেশ জুড়ে সাজো সাজো রব। এদিকে, রাজধানী দিল্লিতে করোনা বিধি মেনে পরম্পরা অনুযায়ী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর তার সঙ্গেই দিল্লিতে আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার আয়োজ রয়েছে। তার মাঝেই প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দিল্লি পুলিশ প্রকাশ করল সন্দেহভাজন জঙ্গিদের ছবি।
দিল্লির কনাট প্লেসের হনুমান মন্দিরের কাছে সন্দেহভাজন জঙ্গিদের ছবি প্রকাশ করে পোস্টার টাঙিয়ে দেয় দিল্লি পুলিশ। এই পোস্টারে উঠে আসা সন্দেহভাজনদের মধ্যে অনেকেরই যোগ রয়েছে আলকায়দার সঙ্গে। এমনই জানিয়েছে দিল্লি পুলিশ। উল্লেখ্য, পোস্টারে উঠে আসা সন্দেহভাজনদের সম্পর্কে কেউ যদি কোনও তথ্য সরবরাহ করতে পারে, তাহলে তাঁকে যথাযথ পুরস্কার মূল্য দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এছাড়াও তথ্য সরবরাহকারীর নাম গোপন থাকবে বলেও আশ্বাস দিয়েছে দিলিলি পুলিশ। এদিকে, প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে গোটা দিল্লি কার্যত নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় রয়েছে। ইতিমধ্যেই কয়েকদিন আগে দিল্লির গাজিপুরে ফুল মান্ডিতে একটি বিস্ফোরক উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এরপর সেখানের এক মেট্রো স্টেশনেও মেলে পরিত্যক্ত সন্দেহজনক ব্যাগ। এরপর নতুন করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে দিল্লি পুলিশ।