টাইমস বাংলা ডেস্ক, আলিপুরদুয়ার – করোনা পরিস্থিতিতে দু বছরেরও বেশি সময় ধরে বন্ধ স্কুল কলেজ। পঠন পাঠন প্রায় শিকেয় ওঠার মতো অবস্থা। এই প্রেক্ষাপটে ফের যাতে রাজ্যে স্কুলের দরজা খুলে যায়, সেজন্য অভিনব পন্থা নিলেন আলিপুরদুয়ারের এক শিক্ষক। বিয়ের পিঁড়িতে বসে প্ল্যাকার্ড ঝুলিয়ে স্কুল খোলার দাবিতে সরব হলেন তিনি। আলিপুরদুয়ারে কুমোরপাড়া মথুরাবাগান প্রাথমিক স্কুলে শিক্ষকতা করেন অসীম দাস। তিনি আলিপুরদুয়ারেরই বাসিন্দা। গত সোমবার গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে মাস্ক মুখে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। সেই প্ল্যাকার্ডে কী লেখা ছিল, জানেন? সেখানে লেখা ছিল, ‘করোনা স্বাস্থ্য বিধি মেনে আমরা বিয়ে করতে পারলে, অনুরোধ স্কুলগুলিকেও খোলা হোক।’ এই বিষয়ে প্রশাসনের কাছে তাঁর প্রশ্ন, ‘করোনায় যখন সবকিছুই সচল রয়েছে, তখন স্কুলগুলি কেন বন্ধ থাকবে? স্কুল বন্ধ থাকলে ছাত্রছাত্রীদের ভবিষ্যত নষ্ট হচ্ছে।’
অসীম দাস জানান, ‘এতদিন ধরে স্কুল বন্ধ। পঠন পাঠন ঠিক মতো হচ্ছে না। প্রতি মাসে আমরা বেতন পেয়ে যাচ্ছি। এটাই কী শিক্ষা? তাই আমরা অনুরোধ করছি যাতে স্বাস্থ্য বিধি মেনে স্কুলের দরজা যেন খুলে দেওয়া হয়।’ তাঁর মতে, ‘আমার এখানকার ছাত্রছাত্রীদের স্কুল ছাড়া পড়াশোনার কোনও উপায় নেই।’ শিক্ষকের এই অভিনব উদ্যোগ নিয়ে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে গোটা এলাকা। উল্লেখ্য, সম্প্রতি স্কুল কবে খুলছে, সেবিষয়ে কিছু না বললেও এই প্রসঙ্গে রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু জানান, ধাপে ধাপে রাজ্যে স্কুল কলেজ খুলবে। তবে কবে খুলবে সে বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানাবেন।