টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগনা – ভাটপাড়া কাণ্ডে অর্জুন সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল তৃণমূল কংগ্রেস এবং ভাটপাড়া থানার পুলিশ। তৃণমূল কংগ্রসের পক্ষ থেকে খুনের চেষ্টার মামলা দােয়র করা হয়েছে। আর ভাটপাড়া পুলিশ অশান্তি ছড়ানোর চেষ্টার অভিযোগ দায়ের করেছে। এই নিয়ে আবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিংও। তিনি বলেছেন মামলা করে দমানো যাবে না তাঁকে। নেতাজীর জন্মদিবসে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া। চলে কয়েক রাউন্ড গুলি। কার্যত ধুন্ধুমার হয়ে ওঠে গোটা পরিস্থিতি।
প্রসঙ্গত, রবিবার সকালে নেতাজীর মুর্তিতে মাল্যদানের জন্য উপস্থিত হন ভাটপাড়ার বিজেপি সাংসদ পবন সিং। সেই সময় পবনের সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মী-সমর্থকদের। খবর পেয়েই দ্রুত ছুটে আসেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এমনকি তাঁকে ঘিরে ইটবৃষ্টি করা হয় বলে অভিযোগ। পাল্টা তৃণমূলের অভিযোগ, নিরাপত্তারক্ষীদের নিয়ে তৃণমূল কর্মীদের ওপর হামলা চালান বিজেপি সাংসদ অর্জুন সিং। এমনকি তাঁর নিরাপত্তারক্ষীরা গুলি চালান বলে অভিযোগ।এদিন ভাটপাড়ার তৃণমূলের পুর প্রশাসকের নামেও অভিযোগ দায়ের করেছেন অর্জুন সিং। এবার পাল্টা অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করল তৃণমূল ও ভাটপাড়া পুলিশ ।