বিশ্বজিৎ রায়, হাওড়া, টাইমস বাংলা ডেস্ক- অবৈধভাবে স্কুলের ফি বাড়ানোর প্রতিবাদে বেগড়ি হাই স্কুলের সামনে বিক্ষোভে দেখালেন অভিভাবকরা। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এই বিষয়ে কোনও সমাধানসূত্র মেলেনি। এখনও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি। এদিকে অভিভাবকরা যখন স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে আসেন, তখন তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাঁদের মারধর করে বলেও অভিযোগ উঠেছে। এদিন হাওড়ার বেগড়ি হাই স্কুলের সামনে ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, কোনও নোটিশ ছাড়াই স্কুলের ফি বাড়ানো হয়েছে। অভিভাবকরা প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে চাইলেও তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। এর আগে অভিভাবকরা যখন প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করেছিলেন, তখন তিনি ফি বৃদ্ধি করা হবে না বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের সেই আশ্বাস বাস্তবে কার্যকর হয়নি। অভিভাবকরা এদিন স্কুলের সামনে বিক্ষোভ দেখানোই শুধু নয়, রাস্তা অবরোধ করে রাখেন। অভিভাবকদের একাংশের মতে, ২৪০ টাকা করে যেখানে ফি নেওয়ার কথা সেখানে ৬৪০ টাকা করে ফি নিতে শুরু করে। এরপর অভিভাবকরা এই ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলে ডেপুটেশন জমা দিতে যায়। কিছুদিন আগে ৫০০ টাকা করে ফি নেওয়া শুরু হয়। অবৈধভাবে এই ফি বৃদ্ধির প্রতিবাদেই এই বিক্ষোভ। এদিন অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে গেলে তাঁদের মারধর করে পাপ্পু ও তাঁর দলবদলের লোকেরা। এলাকার বাসিন্দাদের মতে, এই পাপ্পু এলাকার তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলেই পরিচিত। দুষ্কৃতীদের মারধরে একজনকে হাওড়া হাসপাতালে ভর্তি করানো হয়। আরও বেশ কয়েকজন এই ঘটনায় আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে যে কারণে এই বিক্ষোভ সেই মূল সমস্যার কোনও সমাধান সূত্র মেলেনি।