টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – করোনা পরিস্থিতি শুরু হওয়ার পর থেকেই নানান রকম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ । মানসিকভাবে যেমন মানুষকে একাধিক সমস্যায় পড়তে হয়েছে ঠিক তেমনই সমস্যায় পড়তে হয়েছে আর্থিক দিক থেকেও । আর এই পরিস্থিতিতে বিভিন্ন লোন সংস্থাগুলি তাদের নির্দিষ্ট অ্যাপ লঞ্চ করেছে । যে অ্যাপের মাধ্যমে খুব সহজেই লোন পাওয়া যাবে । আর এবার এই সূত্র ধরেই প্রতারিত হতে হল এক মহিলা ব্যবসায়ীকে। লেকটাউন থানার অন্তর্গত দুর্গানগরের বাসিন্দা কাবেরী সাহা অ্যাপের মাধ্যমে ঋণ নিয়ে প্রতারণা ও ব্ল্যাকমেইলের শিকার হন । ইতিমধ্যেই তিনি লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যাচ্ছে । এমনকি ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। ধৃত প্রদীপ্ত দাস ও সৌরভ মণ্ডলকে জেরা করে এর পিছনে কোনও চক্র রয়েছে কি না তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে কাবেরী সাহা নামে ওই মহিলা থানায় অভিযোগ দায়ের করেন, ওই মহিলা জানান অ্যাপের মাধ্যমে তিনি সাত লক্ষ টাকা ঋণ নেন । কিন্তু পুরো টাকা তিনি পাননি। মাত্র কয়েক হাজার টাকা পান। এরপর তাঁর কাছ থেকে সুদ সমেত টাকা ফেরত চাওয়া হয়। মহিলা যখন এর প্রতিবাদ করেন, তখন তাঁকে ব্ল্যাকমেল করা হয় বলে অভিযোগ।
ব্ল্যাকমেলের হাত থেকে বাঁচতে এরপর তিনি আরও বেশ কয়েকটি অ্যাপের মাধ্যমে আরও টাকা ঋণ নেন। সেখানেও তিনি একইভাবে ব্ল্যাকমেলের শিকার হন। এরপরে তিনি প্রতারণার ফাঁদে পড়েছেন বুঝতে পেরে গত ২২ ডিসেম্বর লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। এর পর অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ। রবিবার প্রদীপ্ত ও সৌরভকে ধরে তারা। প্রদীপ্ত মধ্যগ্রামের ও সৌরভ বানতলার বাসিন্দা । পুলিশ সূত্রে খবর, আপাপত গ্রেফতার দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। এরপর দুই অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ।