টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – ২৬ শে জানুয়ারির আগেই নিরাপত্তা বাড়ল মেট্রোরেলের । মেট্রোরেলের পক্ষ থেকে প্রায় সাড়ে আটশ রেলপুলিশের কর্মী মোতায়েন করা হয়েছে। এ ছাড়াও কলকাতা মেট্রোর যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে । প্রতিবছরের মতোই চলতি বছরেও একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিভিন্ন স্টেশনে মোতায়েন থাকছে রেল পুলিশের কর্মীরা। সময় ভাগ করে দায়িত্ব দেওয়া হচ্ছে আধিকারিকদের। মেট্রোতে নাশকতা এড়াতেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এছাড়াও মেট্রোতে রাখা হয়েছে, বেশ কয়েকটি কুইক রেসপন্স টিম । যারা বিপদ দেখলেই সতর্ক হয়ে কাজ করবে। কুইক রেসপন্সের প্রতিটি টিমে থাকবেন ৫ থেকে ৬ জন করে নিরাপত্তাকর্মী। মহিলা সিকিউরিটি রাখা হচ্ছে, মহিলা যাত্রীদের কথা মাথাতে রেখেই। স্নিফার ডগ প্রস্তুত রাখা হচ্ছে স্টেশনগুলিতে। মেট্রোতে যে ইলেকট্রিক ইনস্টলেশন রয়েছে সেগুলিতে বাড়তি নিরাপত্তা রাখা হচ্ছে। কলকাতা মেট্রো রেল লাইনের ওপর নজরদারি রাখা হচ্ছে বেশি করে। পরিষেবা শুরু হওয়ার আগে এবং পরিষেবা শেষ হওয়ার পর রাখা হবে নজরদারি। যান্ত্রিক গলযোগের দিকটিও দেখা হবে সেই সময়। মেট্রোরেলের কারসেডেও নজর রাখা হবে।