টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – আলিপুর চিড়িয়াখানার সামনে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। কোভিড বিধি উপেক্ষা করেই প্রচুর কর্মী-সমর্থকরা জমায়েত হন চিড়িয়াখানার সামনে। দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। পরিস্থিতি সামলাতে প্রচুর পুলিশ সেখানে ছুটে গেলে, তাঁরাও আহত হন। জোর করে চিড়িয়াখানায় কর্মী সংগঠনের অফিস থেকে বিজেপির পতাকা নামিয়ে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্বের ঘোষণা, আজ থেকে তাঁরা চিড়িয়াখানায় নিজেদের ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করল। উল্লেখ্য,আলিপুর চিড়িয়াখানার কর্মী সংগঠন এতদিন ছিল বিজেপি নেতা রাকেশ সিংয়ের হাতে। সেখানে তাঁর গোষ্ঠী গোটা ইউনিয়নের কাজ চালাত। সোমবার আচমকাই সেই ইউনিয়নের দখল নিতে চিড়িয়াখানার সামনে জমায়েত করেন তৃণমূল কর্মী, সমর্থকরা। এরপরেই শুরু হয়ে যায় খন্ড যুদ্ধ । শুরু হয় একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি । বিজেপির শ্রমিক ইউনিয়নের নেতা রাকেশ সিং-এর দাবি, সোমবার সকাল এগারোটায় হঠাৎ করে তৃণমূল সমর্থকরা আলিপুর চিড়িয়াখানার গেট ভেঙে ভিতরে ঢুকে মহিলা কর্মীদের মারধর করে। এমনকী বিজেপির সমস্ত পতাকা ছিঁড়ে ফেলে তৃণমূলের ফ্ল্যাগ লাগানো হয়। রাকেশ সিং আরও জানান, ঘটনায় ৫ থেকে ৬ জন আহত হন। তারা এসএসকেম হাসপাতালে চিকিৎসাধীন । যদিও তৃণমূল দখলদারির রাজনীতি করে না বলে দাবি দলের নেতা কার্তিক বন্দ্যোপাধ্যায়ের।