টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – নেতাজির ১২৫তম জন্মদিন উপলক্ষ্যে উদযাপনে মেতেছে গোটা দেশ। দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি সকলেই ইতিমধ্যেই নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পিছিয়ে নেই নদিয়া জেলাও। নদিয়ার কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এদিন কল্যাণী জেএনএম হাসপাতালের রোগীদের হাতে তুলে দেওয়া হল ফল, মিষ্টি। প্রায় ৩০০রোগীর হাতে এই ফল ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে কল্যাণী শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ হালদার বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন উপলক্ষ্যে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। নেতাজিকে শ্রদ্ধার্ঘ, পতাকা উত্তোলনের পাশাপাশি কল্যাণী জেএনএম হাসপাতালের প্রায় ৩০০ জন রোগীর হাতে ফল, মিষ্টি তুলে দেওয়া হয়।
পাশাপাশি কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ মুখোপাধ্যায়ের নেতৃত্বে কল্যাণী জেএনএম হাসপাতালের রোগীদের হাতে ফল, মিষ্টি তুলে দেওয়া হয়। অরূপ মুখোপাধ্যায় বলেন, নেতাজির জন্মদিন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আমাদের নেত্রী মমতা বন্দোপাধ্যায় নেতাজির জন্মদিনে জাতীয় ছুটির দাবি জানিয়েছেন। মোদী সরকার সেই দাবি মানছে না। আমরা চাই অবিলম্বে সেই দাবি মানা হোক। কারণ, নেতাজি আমাদের আবেগ। নেতাজি আমাদের।