টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগনা – নেতাজি জন্মজয়ন্তীর অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই তৃণমূল কংগ্রেস–বিজেপি সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল অর্জুন সিংয়ের গড় ভাটপাড়া। এখানে সাংসদ অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিআইএসএফ শূন্যে সাত রাউন্ড গুলি চালায়। রবিবার সকালের এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল ভাটপাড়া। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
সূত্রের খবর, তৃণমূল কংগ্রেস–বিজেপিকে ঘিরেই সংঘর্ষ বাধে। দুটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাস্থলে গিয়েই ঘেরাও হন বিজেপির ভাটপাড়ার সাংসদ অর্জুন সিং। দেহরক্ষীদের পক্ষ থেকে বন্দুক তাক করা হয়েছিল। সাত রাউন্ড গুলি চালানো হয়েছে। নেতাজির মূর্তিতে মালা পরানো–কে কেন্দ্র করে ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ড উত্তপ্ত হয়ে ওঠে। অর্জুন সিংয়ের সঙ্গে ধাক্কাধাক্কি হয় ভাটপাড়া পুরসভার প্রশাসক গোপাল রাউতের। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
জানা গিয়েছে, রবিবার সকালে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। সেখানে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করতে যান ভাটপাড়ার বিজেপি সাংসদ অর্জুন সিং এবং তাঁর ছেলে পবন সিং। তখনই কিছু তৃণমূল কংগ্রেস কর্মী তাঁদের বাধা দেন বলে অভিযোগ। এই অবস্থায় বোমাবাজি শুরু হয়। অর্জুন সিংকে ঘিরে ইট বৃষ্টি হয়। এই সংঘর্ষের মধ্যেই সাত রাউন্ড গুলি চালায় সিআইএসএফ। ভাটপাড়া পুরসভার প্রশাসক গোপাল রাউত অভিযোগ করেন, ‘এখানে মালা দিতে এসেছিলাম। তখন বিজেপির কর্মীরা অসভ্যতা করতে শুরু করে। তারপর অর্জুন সিং ও তাঁর ছেলে জোর জবরদস্তি করে এখানে এসে মালা দিতে যায়। তার প্রতিবাদ করা হয়। তখন বিজেপির কর্মীরা চড়াও হয়। তা থেকেই সংঘর্ষ বাধে। অর্জুন সিংয়ের দেহরক্ষী সিআইএসএফ তখন আমাকে লক্ষ্য করে গুলি চালায়’।