টাইমস বাংলা ডেস্ক – জাহ্নবী কাপুরকে দেখা গেল এক কালো সুইমিং স্যুটে। সেই পোশাক পরে হট পোজ দিলেন তিনি সুইমিং পুলে। ভেজা গায়ে গ্ল্যামার যেন উপচে পড়ছে। সেই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে গেল নেট দুনিয়ায়। জলের তলায় হক বা পুলের পাশে হট পোজ দিয়ে নজর কাড়লেন তিনি। জাহ্নবী কাপুর মানেই সোশ্যাল মিডিয়ায় এক উষ্ণতার ছোঁয়া। শরীরী ভাঁজে একাধিকবার সকলকে ঘায়েল করে ভাইরাল হয়ে উঠতে এক পলকও সময় নেন না শ্রী কন্যা। রূপের মাধুর্যতা তো রয়েইছে, সঙ্গ দেয় তাঁর ফ্যাশন স্টেটমেন্ট। বোল্ড বিউটি জাহ্নবীর কালেকশন মানেই তা ইউনিক। বিকিনি হোক বা মোনোকিনি, ভক্তদের চোখ আটকাতে বাধ্য তাঁর স্টানিং আউটফিটে। এবার নেট দুনিয়ার নিশানায় এই কালো পোশাকের দাম। ঠিক কত টাকা দামের পোশাক পরেন শ্রী কন্য, তা জানার কৌতুহল বরাবরই ছিল নেট দুনিয়ায়। এবার সেই তালিকায় যুক্ত হল কালো সুইমিং স্যুট। যার মূল্য বর্তমানে ঘুরে বেড়াচ্ছেন নেট দুনিয়ার পাতায়। এই মূল্য ১১,৭৫৮ টাকা। জাহ্নবী কাপুর মানেই ফ্যাশন দুনিয়ায় এর রাশ নতুন চমক, সিম্পল লুকে কীভাবে প্রতিটা ফ্রেমে নিজেকে পার্ফেক্ট করে তুলতে হয়, তা একমাত্র বোধ হয় তিনিই জানেন, শ্রীদেবী বরাবরই পছন্দ করতেন না খুব বেশি সাজা। আর তাই জাহ্নবীও ন্যাচারাল লুকেই বেশি নিজেকে ধরা দিয়ে থাকেন ভক্তদের মাঝে। বিটাউনে একাধিক প্রজেক্টের সঙ্গে যুক্ত এই সেলেব ফ্যাশনের পাশাপাশি আরও অনেক কিছুই করে থাকেন, যা এক কথায় নজর কাড়ে সকলের। জাহ্নবীর এই হটলুকে মুহূর্তে নেট দুনিয়ার পাতায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। শরীর জুড়ে থাকা ফ্ললেস গ্ল্যামারের ঝলকে বারে বারে তিনি বোল্ড আউট করেন সকলকে। তবে সাহসী পোশাক কীভাবে সামাল দিতে হয় তিনি ভালো মতই জানেন, আর তাই ট্রোল নয়, বরং এই ছবিতেই লাইকের বন্যা হয়ে গেল। একগুচ্ছ এই ছবি শেয়ার করতেই সকলের নজরে এলো আরও একটি বিষয়। এর ঠিক আগেই এক গোলাপী পোশাকে সকলের নজর কেড়েছিলেন তিনি। যা এক কথায় সকলের চোখ ধাঁধাঁয়।