টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – সোশ্যাল মিডিয়ায় সব সময় সক্রিয় থাকতে দেখা যায় তাঁকে। কখনও লাইভের মাঝেই গেয়ে উঠতেন গান, আবার কখনও ওই লাইভেই বিরোধীদের দিকে কটাক্ষ ছুড়ে দিতেন তিনি। কিন্তু, আপাতত আর সোশ্যাল মিডিয়ায় থাকছেন না তৃণমূল বিধায়ক মদন মিত্র। নিজেই একথা জানিয়েছেন তিনি। আর ফেসবুক লাইভে আসবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। এর ফলে মন খারাপ মদন ভক্তদের।
৩০ জুন পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম ছাড়ার কথা ঘোষণা করেছেন মদন। কেন ফেসবুক ছাড়ছেন সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমার কাছে নির্দেশ এসেছে, ফেসবুক ছেড়ে দাও। বেশি ফেসবুক করো না। যদি বেশি ফেসবুক করো, তাহলে তোমার ফেস–লুকের যে গ্ল্যামার, সেটা নষ্ট হয়ে যাবে। ৩০ জুন পর্যন্ত ফেসবুক–ইনস্টাগ্রাম খতম।’ দলের নির্দেশেই যে তিনি সোশ্যাল মিডিয়া ছাড়ছেন তা স্পষ্ট। কিন্তু, কার নির্দেশ এসেছে তাঁর কাছে তা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করেননি। কামারহাটির বিধায়ক আরও বলেন, ‘তৃণমূল কংগ্রেসই আমার কাছে সব। দলের জন্যই আমার ফেসবুক, ইনস্টা লোকে দেখে। মদন মিত্র বলেও দেখে না, এমএল বলেও দেখে না। তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীর মতো আমার কথা শোনে। মদন মিত্র এখন আর ফেসবুক, ইনস্টাগ্রাম করবে না। তবে কোনও প্রোগ্রাম, আন্দোলন, তৃণমূলের কোনও প্রচার হলে, আমার ডিজিটাল টিম প্রচার করবে। এর বাইরে সোশাল মিডিয়ায় সক্রিয় ভাবে দেখা যাবে না। দল যেভাবে নির্দেশ দেবে, সেভাবে চলবে।’