টাইমস বাংলা ডেস্ক, উত্তরবঙ্গ – পালকিতে চেপে হাসপাতলে এলেন এক অন্তঃসত্ত্বা। জন্ম দিলেন এক ফুটফুটে কন্যা সন্তানের। আজ্ঞে হ্যাঁ, এমন অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়ে থাকল আলিপুরদুয়ার। সম্প্রতি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন পাশালুং ডুকপা। সমুদ্র পৃষ্ঠ থেকে ২৬০০ ফুট উচ্চতায় কালচিনি ব্লকের বক্সা পাহাড়ের দারাগাওতে বাড়ি তাঁর। প্রসব যন্ত্রণা নিয়ে সেখান থেকেই পালকিতে চেপে এসে হাসপাতালে ভর্তি হলেন তিনি। জানা গিয়েছে, ১৫ জানুয়ারি শারীরিক ভাবে অসুস্থ বোধ করতে থাকেন অন্তঃসত্ত্বা পাশালুং। তড়িঘড়ি তাঁর পরিবারের লোকজন খবর দেয় পাহাড়ে সদ্য চালু হওয়া অ্যাম্বুলেন্স পরিষেবাকে। খবর পেয়েই বাড়ির সামনে হাজির পালকি। সেই পালকিতে চেপেই পাহাড় থেকে সমতলের জিরো পয়েন্ট অবধি নেমে আসেন অন্তঃসত্ত্বা পাশালুং। তাঁরপর সেখান থেকে প্রথমে লতাবাড়ি মাদার হাব এবং পরে সোজা আলিপুরদুয়ার জেলা হাসপাতাল। সোমবার সেখানেই এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন পাশালুং ডুকপা। এরপরেই খুশির হাওয়া গোটা বক্সা পাহাড় জুড়ে। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে একুশ সালের ৯ ডিসেম্বর দুর্গম বক্সা পাহাড় থেকে অসুস্থ রোগী ও গর্ভবতী মহিলাদের সমতলের হাসপাতালে আনতে চালু করা হয় পালকি আ্যম্বুলেন্স পরিষেবা। জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর ও এক বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে শুরু হয় এই পরিষেবা ৷ আর এই পরিষেবা গ্রহণ করেই, নবজাতককে নিয়ে খুশির হাওয়া পাশালুং-র পরিবারে।