টাইমস বাংলা ডেস্ক, নদিয়া – আরও একবার ফুঁটে উঠল কল্যাণী শহরের মানবিক রূপ । এবারের মানবিকতার রূপ ফুঁটে উঠল কল্যাণী রেড ভলেন্টিয়ার্সের মাধ্যমে । বৃহস্পতিবার নদিয়ার কল্যাণীর সেন্ট্রাল পার্কে একজন বৃদ্ধ ভদ্রলোককে ইতস্তত ঘুরে বেড়াতে দেখা যায়, যিনি শারীরিকভাবেও অসুস্থ ছিলেন। বিষয়টি নজরে আসে SFI কল্যানীর একজন ছাত্রীর। সেই ছাত্রী ওই বৃদ্ধকে সেন্ট্রাল পার্কের SFI পার্টি অফিসে নিয়ে আসেন এবং তারপর তাকে গরম কাপড় এবং খাবার দেওয়া হয়। কিন্তু, কথা বলতে অক্ষম হওয়ায় তার নাম,বাড়ির ঠিকানা কিছুই জানা যায়নি। কথা বলতে না পারায় তাকে দিয়ে লেখানোর চেষ্টা করা হয় কিন্তু,ওই ব্যাক্তির ডান হাতটি অকেজো হওয়ায় তাও সম্ভব হয়ে ওঠে না। প্রাথমিক ভাবে কিছু না পেয়ে কল্যাণী থানার দ্বারস্থ হয় রেড ভলেন্টিয়ার্স এবং এবারের বিধানসভা নির্বাচনের সি.পি.আই(এম) প্রার্থী তথা রেড ভলেন্টিয়ার্সের সেনাপতি সবুজ দাস সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন এই ভবঘুরে ব্যক্তিকে নিয়ে। এরপর বিভিন্ন জায়গার অন্যান্য রেড ভলেন্টিয়ার্সদের সাথে যোগাযোগ করে ওই ভবঘুরে ব্যাক্তিটির পরিচয় জানা যায় এবং তার পরিবারের লোকের সাথে যোগাযোগ করা হয়। বারাসাত থানার অন্তর্গত ন’পাড়া অঞ্চলের,মানিক সরকার নামক, ৭৫বছর বয়সী ওই ভবঘুরে ব্যাক্তি কল্যাণী থানার তত্ত্বাবধানে ছিলেন এবং তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে যায়। এই বিষয়ে সবুজ দাস বলেন, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। সেন্ট্রাল পার্কের বাস স্ট্যান্ড থেকে বৃদ্ধকে উদ্ধার করে রেড ভলেন্টিয়ার্স।
এরপর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানিকবাবুর বাড়ির খোঁজ পাই। এরপর কল্যাণী পুলিশ প্রশাসনের সহযোগিতায় ওই বৃদ্ধকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। রেড ভলেন্টিয়ার্সদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পুলিশ প্রশাসনও।