টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে সুকান্ত মজুমদার দিল্লিতে নালিশ জানিয়েছেন বলে খবর প্রকাশ্যে এসেছিল তা ভিত্তিহীন। সুকান্ত মজুমদারের ঘনিষ্ঠমহল সূত্রে সংবাদমাধ্যমকে এমনই জানানো হয়েছে। সূত্রের খবর, বিদ্রোহ দমন করতে আপাতত নিরপেক্ষ ভূমিকা নেওয়ার চেষ্টা করছেন সুকান্তবাবু। তেমন হলে কমিটিতে বিরোধী গোষ্ঠীর কয়েকজনকে অন্তর্ভুক্ত করতেও রাজি তিনি। তবে দিল্লির নেতারা উত্তরপ্রদেশসহ ৫ রাজ্যের ভোট নিয়ে ব্যস্ত থাকায় আপাতত এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা নেই। রাজ্য বিজেপি সূত্রে জানা যায়, দলে বিদ্রোহী নেতাদের তালিকা দিল্লিতে পাঠিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সম্পাদক অমিতাভ চক্রবর্তী। সঙ্গে বিদ্রোহীদের মদতদাতা হিসাবে দিলীপ ঘোষের নাম দিল্লিতে পাঠানো হয়েছে। সুকান্তবাবুর ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে, তালিকায় দিলীপবাবুর নাম থাকার দাবি ভত্তিহীন। সুকান্তবাবু দিলীপবাবুর বিরুদ্ধে কোথাও কোনও অভিযোগ করেননি। তবে দলে যে বিদ্রোহ নেই তেমনটাও বলেননি তিনি।
ওদিকে সুকান্তবাবু নিজের অবস্থান স্পষ্ট করতেই অমিতাভ চক্রবর্তীকে অপসারণের দাবিতে একযোগে সোচ্চার হয়েছে বিদ্রোহী গোষ্ঠী। বিদ্রোহীদের দাবি, সুকান্ত মজুমদারের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের স্বার্থসিদ্ধি করছেন একদল নেতা। ওদিকে বিদ্রোহীদের সঙ্গে দূরত্ব বাড়িয়ে অমিতাভ চক্রবর্তীর পাশে দাঁড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের দায়িত্বে থাকা বিজেপি নেতারাও কড়া হাতে বিদ্রোহ দমনের পক্ষে।