টাইমস বাংলা ডেস্ক, মুর্শিদাবাদ – সাইকেলের টায়ারের মধ্যে লুকিয়ে বাংলাদেশে পাচার হচ্ছিল রূপা। এক–দুই কিলো নয়। ৬ কেজি রূপা। ভারত–বাংলাদেশ সীমান্তে জলঙ্গী এলাকায় বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়েছে এই রূপা। এই ঘটনার পর থেকে ওই এলাকায় নজরদারি আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশ সীমান্তে জলঙ্গী এলাকায় অনেকদিন ধরে নজরদারি চালাচ্ছিল বিএসএফ জওয়ানরা। গোপন সূত্রে খবর পেয়ে চরভদ্রা এলাকায় ফের অভিযান চালানো হয়। কর্তব্যরত বিএসএফ জওয়ানদের টহল দিতে দেখেই সাইকেল ছেড়ে পালিয়ে যায় পাচারকারী। এরপর ১৪১ নম্বর বিএসএফ ক্যাম্পে নিয়ে এসে সাইকেলটিকে ভালো করে তল্লাশি করা হয়। সেখান থেকে পাওয়া যায় ৬ কেজি রূপা, যার আনুমানিক বাজার দর ৩ লাখ ৭২ হাজার টাকা। তবে পাচারকারীকে অবশ্য শেষ প্যন্ত আটক করা সম্ভব হয়নি। সাইকেলের টায়ারের ভিতর থেকে রূপা উদ্ধার রীতিমতো তাৎপর্যপূর্ণ ঘটনা বলে মনে করা হচ্ছে। এর আগে বাইকের তেলের ট্যাঙ্কারের মধ্যে নিয়ে রূপা পাচার করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে যায় পাচারকারী।