কল্যান মণ্ডল, পশ্চিম মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক পথ কুকুর করুণ অবস্থা সাড়া ফেলে দিয়েছিল গোটা এলাকায়। খাবারের খোঁজে বেরিয়ে প্লাস্টিকের কৌটোর মধ্যে মাথা সহ মুখ ঢুকিয়ে দিয়েছিল একটি পথ কুকুর। সাদা ওই কৌটোর মধ্যে তারপর থেকে কুকুরটির গোটা মুখটিই আটকে যায়। আতঙ্কিত হয়ে কুকুরটি ৬দিন ধরে প্লাস্টিকের কৌট সমেত মুখ নিয়েই ছুটাছুটি ঘষাঘষি করেছে। কিন্তু খুলতে পারেনি সেই কৌটো। এদিকে মুখ বন্ধ থাকায় কিছু খেতেও পারেনি সে। খেতে পারেনি জলও। আর তা দেখিয়েই কুকুরটিকে সাহায্য করতে এগিয়ে এলেন স্থানীয়রা।
তবে কৌটটি সাদা দৃশ্যমান কৌটো হওয়াতে রাস্তা দেখতে পাচ্ছিল সে। স্থানীয় মানুষজন শুরুতে নিজেরা অনেক চেষ্টা করেছিলেন কুকুরের মুখ থেকে কৌটোটি বের করার। কিন্তু যত বারই তারা কৌটটি খুলতে গিয়েছেন আতঙ্কিত হয়ে কুকুরটি দৌড়ে পালিয়েছে। অবশেষে বড় উদ্যোগ নিয়ে ছয় দিন পর জালে আটকে মুখ থেকে সেই কৌটো খুলে উদ্ধার করা হলো কুকুরটিকে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউন থানার বালা গ্রামে। এই গ্রামেই গ্রামে ৬ দিন আগে ওই পথ কুকুরটি সকলের নজরে আসে। সাদা প্লাস্টিকের কৌটোর মধ্যে পুরো মাথাটা ঢুকিয়ে থাকায় কুকুরটি খাবারের জন্য ইতিউতি ছুটে বেড়িয়েছে। কিন্তু খাবার বা পানীয় গ্রহণ করতে পারেনি। না খেয়ে কুকুরটি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে দেখে স্থানীয়রা নড়েচড়ে বসেন। এরপরই দফায় দফায় গ্রামবাসীরা চেষ্টা করেছে সেই কৌটো থেকে কুকুরটিকে উদ্ধার করার। কিন্তু প্রতিবারই কুকুরটি আতঙ্কিত হয়ে দৌড় দিয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সমাজ মাধ্যমে কুকুরটিকে উদ্ধার করার আবেদন রেখেছিলেন অনেকেই। অবশেষে ৬দিন পর বুধবার সকালে কুকুরটিকে উদ্ধার করা সম্ভব হয়। অবশেষে ৬ দিনের মাথায় বুধবার সকালে গ্রামবাসীরা কুকুরটিকে দুর্বল হয়ে ঘুমিয়ে থাকতে দেখে আরও একবার চেষ্টা করেন কৌটোটি খোলার। জাল দিয়ে কুকুরটিকে আটকে কোন ভাবে মুখ থেকে সাদা কৌটোটি খুলে ফেলতে সক্ষম হন তারা।