টাইমস বাংলা ডেস্ক, মুর্শিদাবাদ – মুর্শিদাবাদে বোমা তৈরির কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে একজনের। বিস্ফোরণে মৃত বছরের চুয়াল্লিশের ওই ব্যাক্তির নাম ইয়াসুদ্দিন শেখ। ইতিমধ্যেই বিস্ফোরণে গুরুতর জখম হয়ে একাধিক জন আত্মগোপন করেছে। মুর্শিদাবাদে গোপনে ডেরা বানিয়ে চলছে বোমা তৈরীর কারখানা, এমনই অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই ঘটনায় বিপুল তাজা বোমা থেকে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। যদিও ‘খুন’ করে বিস্ফোরণ ঘটনা হয়েছে বলে দাবি মৃতের পরিবারের। আর এখানেই রহস্য জমেছে। পুরভোটের আগেই থমথমে পরিবেশ মুর্শিদাবাদে। বাগানের মধ্যে গোপন ডেরায় কারখানা বানিয়ে বোমা মজুদ সহ শক্তিশালী বোমা তৈরির ইঙ্গিত দেখা দিতেই রীতিমতো কপালে চিন্তার ভাঁজ করতে শুরু করেছে জেলার পুলিশ কর্তাদের। বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় আশেপাশের বাড়ির ছাদের একাধিক অংশ হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়া সহ অনেকে জখম হওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। বুধবার এই নজরে আসতেই তীব্র উত্তেজনা ছড়িয়েছে। যদিও এই নিয়ে সংবাদমাধ্যমে সামনে মুখে কুলুপ এঁটেছে প্রশাসনিক কর্তারা। বিশেষ সূত্র মারফত জানা যায়,ঘটনাস্থল থেকে উদ্ধার হয় বিপুল তাজা শক্তিশালী বোমা ও বিস্ফোরক। মুর্শিদাবাদের রামেশ্বরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিস্ফোরণে মৃত ওই ব্যাক্তির নাম ইয়াসুদ্দিন শেখ। জানা গিয়েছে, তাঁর বাড়ি মণ্ডলপাড়া এলাকায়। ঘটনাস্থল থেকে প্রায় ৭০টির অধিক শক্তিশালী সকেট বোমা ও বোমা তৈরি প্রচুর সরঞ্জাম ও উদ্ধার করা হয়েছে। ঘটনায় গুরুতর জখম আরও বেশ কয়েকজনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করেছে পুলিশ। গ্রামের ভিতর বোমা বিস্ফোরণে রীতিমতো আতঙ্কিত রামেশ্বরপুর এলাকার বাসিন্দারা।