টাইমস বাংলা ডেস্ক – প্রজাতন্ত্র দিবসের আগে রাজধানীর নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করে প্রশ্ন। এদিকে, সেই ঘটনার পরই এদিন পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে দু’টি পরিত্যক্ত ব্যাগকে ঘিরে চাঞ্চল্য দেখা দেয়। মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছয় এনএসজি। উল্লেখ্য, পূর্ব দিল্লির ত্রোলাকপুরীতে মেট্রো স্টেশনের কাছে বুধবার উদ্ধার হয়েছে দুটি ব্যাগ। মেট্রোস্টেশনের পিলারের পাশে দুইটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। উল্লেখ্য, সামেনই ২৬ জানুয়ারি। প্রজাতন্ত্র দিবাসের আগে, কার্যত দিল্লি জুড়ে রয়েছে সাজা সাজো রব। এই দিনের বিশেষ অনুষ্ঠান ঘিরে দিল্লির রাজপথে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এমন এক অবস্থায় গাজিপুরের ঘটনার পর পূর্ব দিল্লির ত্রোলকপুরীতে এমন ব্যাগ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় এনএসজি। উল্লেখ্য, সাম্প্রতিক এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, নরেন্দ্র মোদীকে টার্গেট করে সন্ত্রাসবাদী শিবির হামলার ছক কষে চলেছে। প্রজাতন্ত্র দিবসের আগে এই রিপোর্ট হাতে আসতেই নড়েচড়ে বসেছে দিল্লি। গোটা রাজধানী জুড়ে রয়েছে অ্যালার্ট। তবে তারই মাঝে এই নতুন করে ব্যাগ উদ্ধার আরও কোনও সাংকেতিক দিককে নির্দেশ করছে কী না, তা নিয়ে রয়েছে জল্পনা। জানা গিয়েছে, এদিন দুপুর ১ টা নাগাদ দিল্লির ত্রিলোকপুরী মেট্রো স্টেশনের কাছে এই ব্যাগ দুটি পড়ে থাকতে দেখেন এক পথচারী। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন পুলিশকে। মুহূর্তে ডাক পড়ে এনএসজির। দিল্লি পুলিশ জানিয়ে দেয়, এই ব্যাগ নিয়ে তারা কোনও ঝুঁকি নেবে না। যাবতীয় দায়িত্ব গ্রহণ করে এনএসজি। সঙ্গে আসে দমকলও। উল্লেখ্য, দিল্লির বুকে বিস্ফোরকের পর ব্যাগ উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।