টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – মাঘ মাসেও ফের বৃষ্টির ভ্রুকুটি রাজ্যে। শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না উত্তরবঙ্গও। ফলে ফের বাড়বে রাতের তাপমাত্রা।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। ২১ জানুয়ারি থেকে উপকূলবর্তী জেলা জেলা দুই মেদিনীপুর ও ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ জানুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই। কিন্তু, তারপর থেকে ফের বাড়বে রাতের তাপমাত্রা। এর ফলে শীতের আমেজ অনেকটাই কম অনুভূত হবে। কলকাতার ক্ষেত্রেও ২০ জানুয়ারির পর থেকে বাড়বে রাতের তাপমাত্রা।উত্তরবঙ্গের ক্ষেত্রে ২৪ ঘণ্টা শুষ্ক আবহাওয়া থাকবে। আগামীকাল দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২০ জানুয়ারি উত্তরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর ২১ জানুয়ারি উত্তরবঙ্গের সব জায়গাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের তাপমাত্রা আগামী দু’দিনে কোনও পরিবর্তন না হলেও তারপর থেকে তাপমাত্রা বাড়বে। এছাড়া কয়েকটা দিন রাজ্যের সব জায়গাতেই সকালের দিকে কুয়াশা থাকবে বলে জানানো হয়েছে।
আজ সকালেও ঘন কুয়াশার দেখা পাওয়া গিয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যায় কুয়াশা। আগামী কয়েকদিনই এই কুয়াশার দেখা পাওয়া যাবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। আজ রাতে আরও তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২.৫ ডিগ্রি সেলসিয়াস ও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আগামী ২৪ ঘণ্টায় আরও নামতে পারে তাপমাত্রা।