টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – এবার রঙিন মেজাজে মদন মিত্র, মদন যে এখন নয়া রঙের রঙিন! তা তো খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বীকার করেছেন। আসলে মদন মিত্র এমনই। বরবারই রঙিন! আন্তরিক। আর এবারের বিধানসভা নির্বাচনের পর থেকে তো তাঁর আরও সব আন্তরিক ব্যবহারের প্রকাশের বহরও বেড়েছে। এই তালিকায় নয়া সংযোজন দুই তরুণীকে জাপটে ধরে মদন মিত্রের ছবি। যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়। এই দুই তরুণীর মধ্যে একজন অন্বেষা ঘোষ। তিনি ফেসবুক অ্যাকাউন্টে মদন মিত্র-র সঙ্গে তাঁর এবং অন্য এক তরুণীর ঘনিষ্ট ছবি শেয়ার করেছেন। অন্বেষা আবার মৌমিতা মণ্ডল নামে এক তরুণীর সঙ্গে এই পোস্ট শেয়ারও করেছেন। ছবির ক্যাপশনে ‘ও লাভলি’ লিখে মদন মিত্র-কে লাভ সাইন এবং হাসির ইমোজি দিয়ে ট্যাগও করেছেন। কবে এই ছবি তোলা হয়েছে, কোথায় তোলা হয়েছে তা জানা যায়নি। কারণ ওই তরুণী তাঁর ফেসবুক অ্যাকাউন্ট লক করে রেখেছেন। সূত্রে খবর অন্বেষা যে মৌমিতা মণ্ডল নামে তরুণীর সঙ্গে এই পোস্ট শেয়ার করেছেন তিনি আসলে এই ছবির দ্বিতীয় তরুণী। সূত্রের খবর,অন্বেষা হলেন লাল টাইট ফুল স্লিভ এবং ব্ল্যাক ট্রাউজার পরা তরুণী।সূত্রের খবর, অন্বেষার আদি বাড়ি সোদপুর-বেলঘরিয়া অঞ্চলে। মডেলিং করেন। গ্ল্যামার দুনিয়ার রয়েছে যোগাযোগ। সেই সঙ্গে মদন মিত্রের সঙ্গেও রয়েছে ঘনিষ্ট সম্পর্ক। দুই তরুণীর সঙ্গে অন্বেষা এবং অন্য এক তরুণীর ছবি-তে কমেন্টের বন্যা। কেউ লিখছেন ও লাভলি, আবার কেউ লিখছেন আরও নানা আদি-রসাক্ত মন্তব্য।
মদন মিত্র কতটা রমণী মোহন হয়ে উঠেছেন তা নিয়েও নানা সময়ে কটাক্ষের বন্যা ছুঁড়েছেন বহু রাজনীতিবিদ। ভোটের আগে থেকেই ত্বরিতা নামে এখন টেলি অভিনেত্রীর সম্পর্ক নিয়েও গুঞ্জন হয়েছে। এমনকী মদন মিত্র বিভিন্ন সভা-সমিতি থেকে শুরু নানা অনুষ্ঠানেও ত্বরিতা-কে দেখা গিয়েছে ছায়ার মতো অনুসরণ করতে। দক্ষিণেশ্বরে মদন মিত্রের ফ্ল্যাটেও বহুবার ত্বরিতাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট হয়েছে। ভাইরাল হয়েছে ত্বরিতার সঙ্গে মদন মিত্রের একাধিক ছবি ও ভিডিও। তাইতো তিনি যতটা মদন মিত্র, তার থেকে বেশি মদন দা- দ্য ডেয়ার ডেভিল ম্যান!