টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – শহরে ফের ভয়বাহ অগ্নিকাণ্ড। সিঁথিতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ছোট সাত সারমেয়। উদভ্রান্তের মতো খুঁজছে তাঁদের মা। এখনও তো তাঁরা দুঁধের বাচ্চা। লেলিহান শিখায় আটকে জ্বলে পুড়ে খাঁক হয়ে যাওয়ার সময় অনেক যন্ত্রনা পেলেও বলে যেতে পারেনি অবলার দল। চোখ ভিজে এসেছে বোধয় মা সারমেয়। এত ব্যাথা কাকে বলবে সে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডটি হয়েছে উত্তর কলকাতার সিঁথির রামলীলাবাগান এলাকার একটি টালি দেওয়া বাড়িতে।
সোমবার সকালেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। আচমকাই উত্তর কলকাতার সিঁথির একটি টালি দেওয়া বাড়িতে আগুন লাগে। কালো ধোয়ায় ভরে যায় চারিদিক। এদিকে গ্যাস সিলিন্ডারের মতো দাহ্য বস্তু থাকায় মুহূর্তেই লেলিহান শিখা ছড়িয়ে পড়ে সারা বাড়িতে। আগুন এতটাই ছড়িয়ে পড়ে যে, পাশের একটি বাড়ির একাংশেও ছড়িয়ে পড়ে। প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে স্থানীয়রাই। কিন্তু পরিস্থতি হাতের বাইরে যেতেই দমকলে খবর দেওয়া হয়। দমকলের ২ টি ইঞ্জিন এসে আগুন নেভানো সম্ভব হয়। তবে ঘন্টাখানেকের মধ্যে ততক্ষণে পুড়ে ছাই সেই বাড়ির সব কিছু।আর সেই আগুনেই পুড়ে ছাই ৭ কুকুরছানাও। দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই ঘটনাটি ঘটেছে।