কল্যাণ মণ্ডল, পশ্চিম মেদিনীপুর, টাইমস বাংলা ডেস্ক – গৃহবধূর বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। বধূর শিশুসন্তানকে ঘর থেকেই উদ্ধার করলেন প্রতিবেশীরা। চন্দ্রকোনার জয়ন্তীপুরে সোমা পাল (২৬) নামে ওই বধূর দেহের পাশে উদ্ধার হয়েছে মদের বোতল ও সিগারেট। বধূর স্বামী কর্মসূত্রে ভিনরাজ্যে প্রবাসী। সোমবার সকালে চন্দ্রকোনা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে জয়ন্তীপুরে সোমার বাড়িতে দুধ দিতে আসেন গোয়ালা। অনেক ডাকাডাকিতে কেউ সাড়া না দেওয়ায় প্রতিবেশীদের জানান তিনি। প্রতিবেশীরা এসে সোমার শিশুকন্যার কান্নার শব্দ শুনতে পান। ভিতরে ঢুকে দেখেন, খাটের নীচে অর্ধনগ্ন অবস্থায় পড়ে রয়েছে বধূর দেহ। খবর দেওয়া হয় পুলিশে। পদস্থ পুলিশ আধিতকারিকরা পৌঁছে দেহ উদ্ধার করেন। স্থানীয়রা জানিয়েছেন, মহিলা এলাকায় বেশি মেলামেশা করতেন না। স্বামী ভিনরাজ্যে থাকায় মেয়েকে নিয়ে নিজের বাড়িতেই থাকতেন। মাঝেমাঝে অচেনা পুরুষদের তাঁর ঘরে ঢুকতে দেখা যেত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ধর্ষণ করে খুনের ঘটনা বলে মনে হচ্ছে। মৃতদেহের গলাসহ একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।