টাইমস বাংলা ডেস্ক, পশ্চিম মেদিনীপুর- এক যুবককে খুনের অভিযোগে চুল কেটে নেওয়া হল মহিলার। এমনই অভিযোগ উঠেছে মেদিনীপুর ঘাটাল থানা এলাকায়। চুল কেটে নেওয়ার পাশাপাশি মহিলাকে বেধড়ক মারধর করারও অভিযোগ উঠেছে ওই যুবকের পরিবারের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগ পাওয়ার পরেই পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। যুবকের নাম খোকন বর। দেড় মাস আগে তার মৃত্যু হয়েছিল। যুবকের পরিবারের অভিযোগ ছিল তাকে খুন করা হয়েছে। এর জন্য তারা ওই মহিলা সহ আরও দু’জনের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলেন। সেই অভিযোগ পাওয়ার পরেই পুলিশ দু’জনকে গ্রেফতার করেছিল। তবে আক্রান্ত মহিলা ঘটনার পর থেকে গ্রামে ছিল বলে খোকনের পরিবারের অভিযোগ। পরিবারের এক সদস্য ঘটনার কথা জানাতে গিয়ে বলেছেন, ‘খোকন খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল। তার মদে বিষ মিশিয়ে দেওয়া হয়েছিল। তবে আমরা প্রথমে বুঝতে পারিনি। পরে বিষ মেশানোর কথা খোকনের কাছ থেকে আমরা জানতে পারি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।’ আক্রান্ত মহিলার স্বামীর অভিযোগ, কিছুদিন আগেই তার স্ত্রী বাড়ি ফিরেছেন। সেই খবর পাওয়ার পরেই রবিবার তার বাড়ি গিয়ে খোকনের পরিবারের সদস্যরা ভাঙচুর চালায় । মারধোর করতে করতে তার স্ত্রীকে বাড়ির বাইরে বের করে এনে তার চুল কেটে দেয়। অন্যদিকে, খোকনের পরিবারের পাল্টা অভিযোগ, তাদের দেখে গালিগালাজ করতে শুরু করেন ওই মহিলা। প্রতিবাদ জানালেই ওই মহিলার স্বামী বঁটি দিয়ে কাটতে বেরিয়ে আসে। তবে এলাকাবাসীরায় ওই মহিলার চুল কেটে দিয়েছে বলে তাদের দাবি। এরকম অভিযোগ পাওয়ার পরেই সমালোচনায় সরব হয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য সনদ সিংহ রায়। তার বক্তব্য, ‘কেউ দোষী থাকলে তাকে আইনের পথে শাস্তি দেওয়া হবে। নিজের হাতে এভাবে আইন তুলে নেওয়া উচিত নয়।’ ঘটনার খবর পাওয়ার পরেই ঘাটাল থানার পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।