টাইমস বাংলা ডেস্ক – সোমবার কাকভোরেই এল দুঃসংবাদ। ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের দুনিয়ায় ইন্দ্রপতন! হৃদরোগে আক্রান্ত হয়ে আচমকাই চলে গেলেন ‘কত্থক সম্রাট’ বিরজু মহারাজ। বেশ কিছু দিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন ৮৩ বছর বয়সী এই নৃত্যশিল্পী। নিময়িত ডায়ালিসিসও চলছিল, রবিবার রাতে বাড়িতেই হার্ট অ্যাটাক হয় তাঁর, হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পণ্ডিতজির মৃত্যুতে শোকের ছায়া দেশজুড়ে। প্রধামন্ত্রী, রাষ্ট্রপতি থেকে বলিউড ব্যক্তিত্বরা শোকপ্রকাশ করেছেন এই কিংবদন্তি নৃত্যগুরুর মৃত্যুতে। এদিন বিরজু মহারাজের সঙ্গে একটি ছবি পোস্ট করে নরেন্দ্র মোদী লেখেন, ‘ভারতীয় নৃত্য শিল্পকে গোটা বিশ্বের দরবারে বিশেষ সম্মান এনে দেওয়া বিরজু মহারাজজির মৃত্যুতে খুব কষ্ট পেলাম। ওঁনার চলে যাওয়াটা কলা জগতের অপূরণীয় ক্ষতি। শোকার্ত এই সময়ে আমার সমবেদনা ওঁনার পরিবার, পরিজন এবং অনুরাগীদের সঙ্গে রয়েছে। ওম শান্তি! বিরজু মহারাজের নাতনি রাগিনী সংবাদ সংস্থা এএনআইকে জানান, ‘গত কয়েক মাস যাবত ওঁনার চিকিত্সার চলছিল। কাল রাতে ১২.১৫-১২.৩০ নাগাদ আচমকাই ওঁনার শ্বাসকষ্ট শুরু হয়। ১০ মিনিটের মধ্যেই আমরা হাসপাতালে নিয়ে যাই, কিন্তু তার মধ্যেই উনি আমাদের ছেড়ে চলে যান’।
ঠাকুরদার হাসি মুখটাই মনে রাখতে চান রাগিনী। গ্যাজেটের প্রতি খুব টান ছিল পণ্ডিতজির। নাতি-নাতনিদের হামেশাই তিনি বলতেন, ‘ডান্সার না হলে আমি মেকানিকই হতাম’।