টাইমস বাংলা ডেস্ক, উত্তর ২৪ পরগনা – প্রতিবেশী এক যুবকের যৌন লালসার শিকার হল বিশেষ চাহিদা সম্পন্ন এক নাবালিকা। খাবারের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়া এলাকার। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার পরিবারের কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই প্রতিবেশী ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের নাম ছোট্টু। পরিবারের অভিযোগ, রাস্তায় খেলা করছিল ওই নাবালিকা। সেই সময় ছোট্টু তার কাছে গিয়ে খাবারের প্রলোভন দেখায়। এইটুকু বয়সে তার পক্ষে ওই যুবকের কুমতলব বোঝা কিছুতেই সম্ভব ছিল না। খাবারের লোভে সরল মনেই ওই নাবালিকা ছোট্টুর বাড়িতে চলে যায়। এরপরেই ওই যুবক ঘরের দরজা বন্ধ করে নাবালিকাকে নানাভাবে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ।
তবে ওই নাবালিকা মুখে কথা বলতে না পারায় এই কথা বাড়ির কাউকে সে প্রথমে জানাতে পারেনি। ক্রমেই ভেঙে পড়েছিল ওই নাবালিকা। এরপরে তার পরিবারের লোকেরা কারণ জানতে চাইলে বিভিন্ন অঙ্গিভঙ্গি এবং ইঙ্গিতের মাধ্যমে পুরো বিষয়টি সে বাড়ির লোকেদের বোঝানোর চেষ্টা করে। ঘটনায় তার অঙ্গিভঙ্গি বা ইঙ্গিত বুঝতে অসুবিধা হয়নি পরিবারের সদস্যদের। পুরো বিষয়টি জানতে পারার পরেই দেরি না করে থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তাদের সেই অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বছর বাইশের ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে বলে জানা গিয়েছে।