টাইমস বাংলা ডেস্ক – দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর নিজের ক্রিকেট কেরিয়ারে আরও একটি বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন বিরাট কোহলি। টেস্ট দলের অধিনায়কত্ন ছাড়ার সিদ্ধান্ত নিলেন বিরাট। ট্যুইট করে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি। ট্যুইটে বিরাট জানান,টসাত বছর ধরে দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলিয়েছে। একাধিক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছি। সবসময় দলের উন্নতির স্বার্থে কাজ করেছি। নিজের কাজ সততার সঙ্গে কাজ করেছি। দলের সঙ্গে কোনও রকম অসৎ কাজ করিনি। কিন্তু সব কিছুরই একটা শেষ আছে।’এছাড়াও ট্যুইটে বিসিসিআই, ধোনি , রবি শাস্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বিরাট কোহলি। তার সিদ্ধান্ত স্বাগত জানাল বিসিসিআইও।