টাইমস বাংলা ডেস্ক, কলকাতা – রাজ্যের ট্রেন দুর্ঘটনাকাণ্ডে বিস্ফোরক বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনায় ইতিমধ্যেই একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। আহতদের সংখ্যাটা নেহাত কম নয়। এক্সপ্রেস ট্রেনের মোট ১২ টি লাইনচ্যুত হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় ।
সোশ্যাল মিডিয়ায় রূপা গঙ্গোপাধ্যায়। বলেছেন, ট্রেন কি নিজে নিজেই বেলাইন হয়। রেল ট্র্যাক কি বেচারা বোঝে, ভাই, সামনে নির্বাচন। রেল দিয়ে অনেক বছর বাজে খবর হয়নি, মানুষের প্রাণ নিয়ে ছেলে খেলা, সিবিআই তদন্ত হওয়া উচিত। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির ময়নাগুড়িতে বিকানির-গুয়াহাটি এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রেনের মোট ১২ টি লাইনচ্যুত হয়ে যায়। প্রথমে ৩ জনের মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। কিন্তু তারপর সন্ধ্যে হতে ক্রমশ সংখ্যাটা বাড়তে থাকে। ৬ পেরিয়ে ৭, তারপর পৌছয় ৮ গণ্ডীতে। অসংখ্য মানুষ এই ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছেন। এরপরেই মুখ খোলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। রূপার পোস্ট ঘিরে ইতিমধ্যেই হইহই পড়ে গিয়েছে।