টাইমস বাংলা ডেস্ক- দিল্লিতে বিজেপির সদর দফতরে ৪২জন স্টাফ কোভিডে আক্রান্ত। সোমবার বিজেপির কোর কমিটির মিটিং ছিল। তার আগে অফিসের একেবারে গণহারে টেস্ট করা হয়। সূত্রের খবর, তখনই সামনে এসেছে এই তথ্য। এদিকে যাঁরা সংক্রামিত হয়েছেন তাঁদের মধ্যে বেশিরভাগই জীবাণুমুক্তকরণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। সকলকেই আইসোলেশনে যাওয়ার জন্য বলা হয়েছে। এরপরই মিন্টো রোডে বিজেপির দিল্লির সদর দফতরকে স্যানিটাইজড করার উদ্যোগ নেওয়া হয়। দল সূত্রে খবর, যে কোনও বড় মিটিংয়ের আগে দফতরের সমস্ত কর্মীদের করোনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মতোই তাদের টেস্ট করা হয়। এদিকে মূলত গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত এমন স্টাফেরাই এই কোভিড পরিস্থিতিতে কার্যালয়ে আসেন। উত্তর প্রদেশ নির্বাচনের রণকৌশল নিয়ে মঙ্গলবার বিজেপির সদর দফতরে বৈঠক ছিল। বুধবারও মিটিং হওয়ার কথা রয়েছে। তার আগেই অফিসে আসা স্টাফেদের করোনা পরীক্ষা করানো হয়। তখনই দেখা যায় অন্তত ৪২জন কোভিডে আক্রান্ত হয়েছেন। তবে শুধু স্টাফেরাই নন, ইতিমধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাও করোনায় আক্রান্ত হয়েছেন। নিজেই টুইট করে একথা জানিয়েছেন। পাশাপাশি দেশের একাধিক হেভিওয়েট ব্যক্তিত্ব যেমন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন।