টাইমস বাংলা ডেস্ক- ইতিমধ্যেই ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। তারপর থেকে সমস্ত দল নিজের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। এদিকে, তার মাঝে বিজেপির যোগী মন্ত্রিসভা ছেড়ে অখিলেশের সমাজবাদী পার্টিতে যোগ দিলেন স্বামী প্রসাদ মৌর্য। ভোটের কাউন্টডাউনের মাঝে যোগীগড়ে এই দলবদল সেখানের রাজনৈতিক প্রেক্ষাপটে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, ‘পদ্ম’শিবির ছেড়ে ‘সাইকেল’ ক্যাম্পের দিকে যাওয়ার কারণ হিসাবে স্বামী প্রসাদ মৌর্য একাধিক কারণ তুলে ধরেছেন। বিজেপি নেতৃত্বকে লেখা এক চিঠিতে তিনি জানিয়েছেন, দলিত ও কৃষকদের প্রতি সরকারের অবহেলার বিরোধিতা করেই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও রাজ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প অনুন্নতি এবং বেড়ে চলা বেকারত্বের দিকে তাকিয়ে তিনি বিজেপি সরকারের হাত ছেড়েছেন বলে জানিয়েছেন। এদিকে, ভোট আসতে যখন আর মাঝে মাত্র কয়েকদিন বাকি, তখন দলের এই ভাঙনের জেরে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে বিজেপিও। বিজেপির তরফে রাজ্যের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এক টুইটে স্বামী প্রসাদ মৌর্যকে আলোচনায় বসার প্রস্তাব দেন। টুইটে কেশব প্রসাদ মৌর্য লেখেন, ‘তাড়াহুড়োতে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল প্রমাণিত হয়।’ ফলে স্বামী প্রসাদের সঙ্গে বিজেপি যে আলোচনার রাস্তা খোলা রেখেছে তা বলাই বাহুল্য।