টাইমস বাংলা ডেস্ক- শুক্রবার গুলির আওয়াজে ঘুম ভাঙল জম্মু ও কাশ্মীরের বুদগামবাসীর। উপত্যকার জোলওয়া ক্রালপোরা চাদুরা এলাকায় ভোরে সেনা-জঙ্গি সংঘর্ষে তিন সন্ত্রাসবাদী নিহত হয়েছে বলে জানা গিয়েছে। নিহত জঙ্গিদের সবার পরিচয় এখনও জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মৃতদের মধ্যে এক জঙ্গির নাম ওয়াসিম বলে জানা গিয়েছে। সে শ্রীনগরের বাসিন্দা ছিল। মৃতরা জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য বলে জানা গিয়েছে। কাশ্মীর পুলিশের ইন্সপেক্টর জেনারেল বলেন, এনকাউন্টারে মৃত জঙ্গিদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ সহ অপরাধমূলক বহু জিনিস উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি একে-৫৬ বন্দুক উদ্ধার হয়েছে। পুলিশের তরফে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতেই জঙ্গিদের খোঁজে জোলওয়া ক্রালপোরা চাদুরা এলাকার জালুসা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ, সেনা ও সিআরপিএফ-এর যৌথ দল৷ তল্লাশি চলাকালীন জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতির টের পেলে জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী৷ শুরু হয় দু’পক্ষের গুলি বিনিময়৷
এনকাউন্টারে গতরাতেই মৃত্যু হয় এক জঙ্গির৷ শুক্রবার সকালে আরও দুই জঙ্গিকে নিকেশ করে নিরাপত্তা বাহিনী৷ প্রসঙ্গত, নতুন বছর শুরু হতেই কাশ্মীরে ইতিমধ্যেই কমপক্ষে ১২টি এনকাউন্টার হয়েছে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে। এই এনকাউন্টারগুলিতে ১০ জনেরও বেশি জঙ্গির মৃত্যু হয়েছে গত ৭ দিনে৷